খেলা

ওমানকেও রুখতে চায় বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

১৪ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৮:৫৫ পূর্বাহ্ন

তিন ম্যাচে ১ পয়েন্ট। বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বে নিজেদের গ্রুপে সুবিধাজনক অবস্থানে নেই বাংলাদেশ। পাঁচ দেশের গ্রুপে ১ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে জামাল ভূঁইয়ারা। যদিও গত ১৫ই অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিপক্ষে জিততে জিততে ১-১ গোলে ড্র করাটা দলকে আত্মবিশ্বাস জোগাচ্ছে। আত্মবিশ্বাস জোগাচ্ছে কাতারের সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্স। এই দুই ম্যাচের আত্মবিশ্বাসকে পুঁজি করেই আজ ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মাসকাটে সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সের মাঠে খেলা শুরু রাত ৯টায়।
ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলেও শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া হয় বাংলাদেশের। সেই আত্মবিশ্বাসই ওমানের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় পুঁজি। তাই গ্রুপের অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামার আগেও বাংলাদেশ কোচ জেমি ডের কণ্ঠে সাহস। র‌্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে খেলার জন্য দল প্রস্তুত আছে বলে জানিয়ে এই ব্রিটিশ কোচ বলেন, ‘ওমানের বিপক্ষে মাঠে নামার জন্য আমার দল প্রস্তুত। খুব ভালো অনুশীলন হয়েছে। তাদের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে পারলে ভালো কিছু নিয়েই বাংলাদেশে ফেরা সম্ভব।’ শক্তিশালী ওমানকে ঠেকাতে মাসকাটে ভারতের বিপক্ষে খেলানো রক্ষণভাগে ওপরই ভরসা রাখতে যাচ্ছেন জেমি ডে। বাংলাদেশের মূল প্রতিরক্ষা ব্যবস্থার নেতৃত্বে যথারীতি দলের সবচেয়ে অভিজ্ঞ সেন্টারব্যাক ইয়াসিন খান। তাঁর সঙ্গে জুটি বাঁধবেন তরুণ রিয়াদুল হাসান। লেফট ব্যাকে থাকছেন রহমত মিয়া। নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্বনাথ ঘোষ ফেরায় রাইট ব্যাক পজিশন নিয়ে কিছুটা দোলাচল ছিল। কিন্তু শেষ ম্যাচে খেলা রায়হান হাসানের ওপরেই আস্থা রাখতে যাচ্ছেন কোচ। ভারতের বিপক্ষে যেখানে শেষ করেছিলেন, ওমানের বিপক্ষে সেখান থেকেই শুরু করতে চান ইয়াসিন। ওমান ম্যাচ তিনি বলেন, ‘ওমান ভারতের চেয়েও ভালো দল। তাদের বিপক্ষে আমাদের খুব কঠিন পরীক্ষা দিতে হবে। ভারতের বিপক্ষে যে কৌশলে খেলেছি, সে কৌশলেই ওমানের বিপক্ষে খেলব। তবে আরও সতর্ক থাকতে হবে। আমরা রক্ষণভাগের খেলোয়াড়েরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করছি। আশা করি ওদের ঠেকিয়ে রাখতে পারব। ’
আন্তর্জাতিক ফুটবলে ওমান একদম নতুন প্রতিপক্ষ বাংলাদেশের। দুই দেশের জাতীয় দলের আগে কখনো দেখা হয়নি। শক্তিধর এই নতুন প্রতিপক্ষ নিয়েই বাংলাদেশের কোচ বেশি চিন্তিত। আরেকটি কারণও আছে চিন্তিত হওয়ার। এ ম্যাচটিকে অধিক গুরুত্ব দিচ্ছে ওমান। জিতলে তাদের পরের রাউন্ডে ওঠার পথটা বেশি উজ্জ্বল হবে। এমন প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের চাওয়ার কিছু নেই। নেই হারানোরও। ভালো একটা লড়াই করতে পারলেই খুশি হবেন কোচ। ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৮৪ এবং ওমান ৮৪। ১০০ ধাপ ওপরে থাকা দলটিকে মোকাবিলা করতে বাংলাদেশের যে সামর্থ্যের সবটুকু দিয়েই লড়তে হবে, বলাই বাহুল্য। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ভালো কিছু বলতে ড্রয়ের দিকেই ইঙ্গিত জেমির। ৮৪ র‌্যাঙ্কিংয়ে থাকা দলের বিপক্ষে তাদের মাটিতে ড্র করতে পারলে অনেক ভালো ফলাফল এ নিয়ে দ্বিমত পোষণ করার কেউ আছে বলে মনে হয় না। তাই জেমির ড্রত্যাশা ড্র, ‘কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে যাচ্ছি। তাদের বিপক্ষে ১ পয়েন্ট পেলেই খুশি। যদিও কাজটা খুব কঠিন হবে আমাদের জন্য।’ এদিকে ওমান যে ম্যাচটিকে অধিক গুরুত্ব দিচ্ছে তা বোঝা যায় তাদের ডাচ কোচ এরউইন কোম্যানের কথাতেও। গতকাল সংবাদ সম্মেলনে এরউইন বলেন, আমরা যেকোনো মূল্যে ৩ পয়েন্ট চাই। আমি ছেলেদের এই কথাটিই বার বার বোঝাতে চেষ্টা করছি’। বাছাইপর্বে এখন পর্যন্ত ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে কাতার। ৩ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ওমান।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status