বিনোদন

‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’ শুরু আজ

স্টাফ রিপোর্টার

১৪ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৭:৪৪ পূর্বাহ্ন

‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট ২০১৯’ শুরু হচ্ছে আজ। রাজধানীর আর্মি স্টেডিয়ামে তিনদিনের লোকসংগীতের এ মহা উৎসব চলবে প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে রাত ১২টা পর্যন্ত। এবারো ফোকফেস্টের আয়োজন করেছে সান ফাউন্ডেশন। অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে দর্শক এ উৎসব উপভোগ করতে পারবেন। উৎসবস্থলের প্রবেশপথে প্রতিদিন প্রিন্টকৃত এন্ট্রি পাস দেখিয়ে প্রবেশ করতে হবে। ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট ২০১৫ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। এবার বাংলাদেশসহ বিশ্বের ৬টি দেশ থেকে দুই শতাধিক লোকসংগীতশিল্পী ও কলাকুশলী অংশ নেবেন। আসরে অন্যতম চমক ভারতের পাঞ্জাবের জনপ্রিয় শিল্পী দালের মেহেন্দি। আরো থাকছেন পাকিস্তানের জুনুন ও হিনা নাসরুল্লাহ, রাশিয়ার সাত্তুমা, জর্জিয়ার শেভেনেবুরেবি এবং মালি থেকে হাবিব কইটে অ্যান্ড হামাদ। আর বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন শাহ আলম সরকার, মালেক কাওয়াল, কাজল দেওয়ান, ফকির শাহাবুদ্দিন, চন্দনা মজুমদার, কামরুজ্জামান রাফি, শফিকুল ইসলাম, প্রেমা ও ভাবনা নৃত্যদল প্রভৃতি। উৎসবটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status