শিক্ষাঙ্গন

হামলার প্রতিবাদে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানববন্ধন

চবি প্রতিনিধি

১৩ নভেম্বর ২০১৯, বুধবার, ৪:১৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগ কর্মী কর্তৃক দৃষ্টি প্রতিবন্ধীর উপর হামলার প্রতিবাদে ও অভিযুক্ত রিফাতের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে প্রতিবন্ধী ছাত্রসমাজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (ডিসকু) শাখা।আজ বুধবার (১৩নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা মানববন্ধনে বক্তারা বলেন,'ঘটনার দু'দিন পার হয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অভিযুক্তের বিরুদ্ধে দৃশ্যমান কোন প্রদক্ষেপ নেয়া হয়নি। অবিলম্বে রিফাতকে গ্রেপ্তার করে বিশ্ববিদ্যালয় থেকে তার ছাত্রত্ব বাতিল না করলে আমরা আন্দোলন চালিয়ে যাব।পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একদিনের মধ্যে শাস্তির ব্যবস্থা নেয়ার আশ্বাসে তারা মানববন্ধন কর্মসূচি প্রত্যাহার করে।

মানববন্ধনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন,'অভিযুক্তকে দেয়া কারণ দর্শানোর নোটিশের মেয়াদ আগামীকাল শেষ হবে।এর মধ্যে নোটিশের জবাব না পাওয়া গেলে আমরা তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিবো আইন বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক হোসেন রাজুর সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, ইংরেজি বিভাগের রাশেদুল ইসলাম,আইন বিভাগের মো: আলামিন। উল্লেখ্য, রোববার(১০নভেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের মোড়ে নুর আলম স্টোরের সামনে শুক্কুর আলমকে মারধর করেন শাখা ছাত্রলীগের উপগ্রুপ বিজয়ের কর্মী ও ম্যানেজমেন্ট বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী রিফাত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status