বাংলারজমিন

রংপুরে তিনটি হত্যাকাণ্ড

অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে

১৩ নভেম্বর ২০১৯, বুধবার, ৮:৫৯ পূর্বাহ্ন

 রংপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে তিনটি হত্যাকাণ্ডসহ অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। পুলিশ ও র‌্যাব সূত্রে জানা যায়, মিঠাপুকুরে আজগার আলী নামে এক কৃষককে শ্বাসরোধ করে, পীরগাছায় স্বামী স্ত্রীকে কুপিয়ে ও এর কিছুক্ষণ পরে স্বামী আত্মহত্যার ঘটনা ঘটায়। এ তিন লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ জানায়, মিঠাপুকুর উপজেলার শিমুল তলা এলাকা থেকে আজগার আলী নামে এক কৃষকের লাশ উদ্ধার করে। মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত আজগার আলীর বাড়ি উপজেলার রানীপুকুর ইউনিয়নের হরনারায়নপুর গ্রামে। তার বাবার নাম মৃত আলেফ উদ্দিন। অপরদিকে পারিবারিক বিরোধের জের ধরে পীরগাছা উপজেলা কৈকুড়ি ইউনিয়নে ঘাতক স্বামী স্বপন তার স্ত্রী তছলিমাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এরপর নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মাহত্যা করে। পুলিশ জানায়, তাদের বিয়ের পর তছলিমা জানতে পারে তার স্বামী আগেরও একটি বউ ছিল। এনিয়ে সংসারে অশান্তি দেখা দেয়। প্রায় ঝগড়া-ঝাটির এক পর্যায়ে ক্ষিপ্ত স্বামী স্ত্রীকে কুপিয়ে হত্যা করে নিজে আত্মহত্যা করে। এদিকে রংপুরে অস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী আমিনুল ইসলাম ওরফে আমিনুল ডনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।  গতকাল মঙ্গলবার বিকেলে র‌্যাবের কোম্পানী কমান্ডার মোতাহার হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্য রাতে নগরীর তাজহাট থানার ১৫নং ওয়ার্ড ঘাঘটপাড়া শুটকির মোড়স্থ আলিফ ছাত্রাবাসের সামনে থেকে আমিনুল ডনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি লোহার পাইপ গান, দুই রাউন্ড কার্তুজ, একটি মোটরসাইকেল, ৫০ বোতল ফেন্সিডিল ও ১’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডন নগরীর আশরতপুর এলাকার মৃত মঈন উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে রংপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status