বিনোদন

অমিতাভ ভালো নেই লতা মঙ্গেশকরের অবস্থা স্থিতিশীল

কলকাতা প্রতিনিধি

১৩ নভেম্বর ২০১৯, বুধবার, ৭:৪৩ পূর্বাহ্ন

মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি ছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। তবে গত ১৮ই অক্টোবর স্ত্রী জয়া বচ্চন এবং ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন অমিতাভ। বাড়ি ফেরার পর আপাতত কড়া নিয়মের মধ্যেই রয়েছেন। তবে তার শরীর যে সিগন্যাল দিতে শুরু করেছে, শরীর যে খুব একটা আর ভালো নেই, ক্রমশ খারাপের দিকেই যাচ্ছে, সোস্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সেই ইঙ্গিতই দিয়েছেন অমিতাভ। ছবিতে দেখা যাচ্ছে, হাসাপাতালে তার বেডের সামনে রয়েছে একটি বড় আকারের টেলিভিশন। সেখানে বড় স্ক্রিনে চলছে ফুটবল। যে ৩ দিন তিনি হাসপাতালে ছিলেন, চিকিৎসকরা তাকে ফুটবল খেলা দেখে মন ভালো করার কথা বলেছেন বলে  জানিয়েছেন বিগ বি। খেলা দেখার পাশাপাশি চিকিৎসকরা তাকে নিয়মিত গান শোনার কথাও বলেছেন বলে অমিতাভ বচ্চন জানিয়েছেন। এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন ভারতের কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। পরিবার সুত্রে বলা হয়েছে, তিনি দ্রুত আরোগ্যের পথে। গত রোববার মধ্যরাতে লতাজির প্রবল শ্বাসকষ্ট শুরু হলে তাকে মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই তাকে আইসিইউ-তে স্থানান্তর করা হয়েছে। এক সময় সংবাদমাধ্যম সূত্রে বলা হয়েছিল, তার অবস্থা বেশ সংকটজনক। শ্বাসকষ্টের পাশাপাশি লতা মঙ্গেশকরের নিউমোনিয়া এবং হৃদযন্ত্রের  গোলমাল ধরা পড়েছে বলেও হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল। সোমবার দুপুরেই বোন আশা ভোসলে হাসপাতালে দিদিকে দেখতে গিয়েছিলেন। ছিলেন উষা মঙ্গেশকরও। পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছিল, ফুসফুসে সংক্রমণের কারণে লতাজিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লতাজির অসুস্থতার খবর সোমবার বিকাল নাগাদ প্রচার হওয়ার পর থেকে তার অনুরাগীরা উদ্বেগের মধ্যে ছিলেন। তবে সংবাদ সংস্থা এএনআই সুরসম্রাজ্ঞী বাড়ি ফিরে গিয়েছেন জানানোর ফলে বিভ্রান্তি তৈরি হয়েছিল। অবশ্য উষা মঙ্গেশকার জানিয়েছেন, লতাজি এখনো হাসপাতালেই রয়েছেন। উল্লেখ্য, গত ২৮শে সেপ্টেম্বর্ব সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ৯০ বছরে পা দিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status