বিনোদন

‘দর্শক নতুন কিছু দেখতে পাবেন’

কামরুজ্জামান মিলু

১৩ নভেম্বর ২০১৯, বুধবার, ৭:৪২ পূর্বাহ্ন

অর্চিতা স্পর্শিয়া। বিজ্ঞাপনের পর নাটকে কাজ করেও দর্শকপ্রিয়তা পান এই তরুণ তুর্কি। এরপর সিনেমায় কাজ শুরু করেন। অসম প্রেমের গল্পে নির্মিত ‘আবার বসন্ত’ ছবিটিতে স্পর্শিয়ার অভিনয় দেখে দর্শকরা বেশ প্রশংসা করেন। অনন্য মামুনের পরিচালনায় এ সিনেমায় দর্শকপ্রিয় অভিনেতা তারিক আনাম খানের বিপরীতে দুর্দান্ত অভিনয় করেন স্পর্শিয়া। আগামী ১৫ই নভেম্বর তার অভিনীত ‘ইতি, তোমারই ঢাকা’ ছবিটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এছাড়া সায়ান দাশগুপ্ত পরিচালিত নতুন একটি ওয়েব সিরিজে কাজ করেছেন এই অভিনেত্রী। স্পর্শিয়া বলেন, ভারতের ১১তম জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে (বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে) পুরস্কার জিতেছে ‘ইতি, তোমারই ঢাকা’ ছবিটি। এছাড়া ছবিটি ১৫তম কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসবে জিতেছে ‘রাশান গিল্ড ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড’। এরই মধ্যে ছবিটি ২৩টি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে, প্রশংসিত হয়েছে। ‘ইতি, তোমারই ঢাকা’ ছবিটি এবার ঢাকায় মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। স্পর্শিয়া আরো বলেন, ১১ জন চলচ্চিত্র নির্মাতা তৈরি করেছেন ‘ইতি, তোমারই ঢাকা’ ছবিটি। তারা হলেন গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, তানিম নূর, তানভীর আহসান, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন। দেশের সিনেমার ইতিহাসে বড় পর্দায় এত বৈচিত্র্যময় প্রজেক্ট আগে দেখা যায়নি। কাজেই আমরা সকলেই প্রত্যাশা করি, দর্শক নতুন কিছু দেখতে পাবেন। এ ছবিতে নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, অ্যালেন শুভ্র, শেহতাজসহ অনেক অভিনয়শিল্পী কাজ করেছেন। এ সিনেমার পর নতুন আরেকটি কাজ নিয়ে কথা বললেন স্পর্শিয়া। একটি ওয়েব সিরিজে কাজ করেছেন এই অভিনেত্রী। নাম ‘নো কাপল এন্ট্রি’। লিখেছেন গৌতম কৈরি, চিত্রনাট্য ঋদ্ধি বড়ুয়া আর পরিচালনা করেছেন সায়ান দাশগুপ্ত। স্পর্শিয়া নতুন এ কাজটি নিয়ে বলেন, কলকাতার সল্টলেকের একটি ক্যাফেতে এর শুটিং হয়েছে। এতে বাংলাদেশের আফসানা মিমি আপা ছাড়াও অভিনয় করেছেন কলকাতার কুশল চক্রবর্তী, সুমিত সমাদ্দার ও উদয় প্রতাপ সিং। টানা ১২ দিন শুটিং করেছি আমরা। অনেক মজা যেমন হয়েছে আবার পরিশ্রমও কম যায়নি আমাদের। তবে দারুণ অভিজ্ঞতা নিয়ে কাজটি শেষ করেছি। মিমি আপার সঙ্গে কাজ করে খুবই ভালো লেগেছে। আর উনি খুবই মিষ্টি একজন মানুষ। এ সিরিজটি প্রযোজনা করেছে আলফা আই। জানা গেছে, চলতি মাসের তৃতীয় সপ্তাহে ভিডিও স্ট্রিমিং সাইট বায়স্কোপ-এ উন্মুক্ত হবে কয়েক পর্বের ওয়েব সিরিজ ‘নো কাপল এন্ট্রি’। এদিকে স্পর্শিয়া অভিনীত নিয়ামুল মুক্তা পরিচালিত ‘কাঠবিড়ালী’ ছবিটি সামনে মুক্তি পাবে। এছাড়া নুরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’ ছবিতেও স্পর্শিয়া অভিনয় করেছেন। স্পর্শিয়া কাজগুলো নিয়ে বলেন, ‘কাঠবিড়ালী’ ছবির টিজার প্রকাশের পর বেশ সাড়া পাই আমি। ২০১৭ সালের ২রা মার্চ শুটিং শুরু হয় এ সিনেমার। গ্রামের দুই তরুণ-তরুণীর গল্প নিয়ে ছবির কাহিনী। গল্পটা নির্মাতার নিজের। চিত্রনাট্য করেছেন তাসনিমুল তাজ। আমার বিপরীতে অভিনয় করেছেন আসাদুজ্জামান আবির। এ ছবিটি ডিসেম্বরে মুক্তি পাবে। এছাড়া আতিক ভাইয়ের ‘মানুষের বাগান’ ছবিতেও ব্যতিক্রমী চরিত্রে দর্শকরা আমাকে দেখতে পাবেন। আর নতুন কোনো সিনেমায় কি এরমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন? জানতে চাইলে জবাবে স্পর্শিয়া হাসি দিয়ে বলেন, হ্যাঁ, নতুন একটি সিনেমায় কাজ করতে যাচ্ছি। এরইমধ্যে সাইনও করেছি। কিন্তু ছবির নাম এখন বলা যাবে না, নিষেধ রয়েছে। তবে এটুকু বলি ভালো একটি সিনেমা হতে যাচ্ছে এটি। বর্তমানে প্রি-প্রোডাকশনের কাজ চলছে। খুব শিগগিরই নির্মাতা সবকিছু জানিয়ে দিবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status