অনলাইন

ঘূর্ণিঝড় ‘বুলবুল’

ভোলায় ট্রলার ডুবির ঘটনায় আরও ৯ লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি

১১ নভেম্বর ২০১৯, সোমবার, ১১:৩২ পূর্বাহ্ন

ভোলায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কবলে পড়ে মেঘনার ইলিশা পয়েন্টে ২৪ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। পুলিশ ও কোষ্টগার্ড ১৪ জেলেকে উদ্ধার করলেও গতকাল আরও ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গতকালের একজনসহ মোট নিখোজ ১০ জনের লাশ পাওয়া গেলো। সদর থানার ওসি এনায়েত হোসেন জানিয়েছেন, ডুবে যাওয়ার পর স্রোতে ট্রলারটি মেহেন্দিগঞ্জ উপজেলায় চলে যায় । গত ২ দিন ধরে কোস্টগার্ড ডুবন্ত ট্রলারটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। আজ রাত ৯ টায় ইলিশা নদীর মেহেন্দিগঞ্জ পয়েন্টে থেকে ট্রলারটি উদ্ধার করেন কোষ্টগার্ড। উদ্ধারকৃত ডুবন্ত ট্রলারের নিচ থেকে মৃত ৯ জনের লাশ পাওয়া গেছে। উদ্ধারকৃত নিহতদের প্রত্যেকের বাড়ি চরফ্যাশনের দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নে। ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এ তথ্য জানিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status