এক্সক্লুসিভ

বাবরি মসজিদ

বিকল্প জমি গ্রহণ করা হবে কিনা সিদ্ধান্ত ২৬শে নভেম্বর

মানবজমিন ডেস্ক

১২ নভেম্বর ২০১৯, মঙ্গলবার, ৭:৩৬ পূর্বাহ্ন

বাবরি মসজিদের বদলে অযোধ্যার অন্যত্র মসজিদ নির্মাণের জন্য ভারতীয় আদালত যে জমির প্রস্তাব দিয়েছে তা গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে ২৬শে নভেম্বর। এ ঘোষণা দিয়েছে সুন্নি ওয়াক্‌ফ বোর্ড। এর আগে ওই ৫ একর জমি নেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন নেতা আসাদুদ্দিন ওয়াইসি এমপি। রায়ের পর দেশটির মুসলিমদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। রায় মেনে নিলেও অসন্তোষ রয়ে গেছে সেখানে। সুন্নি ওয়াক্‌ফ বোর্ড জানিয়েছে, বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় মুসলমানদের জন্য আইনি সহায়তা খুবই সীমিত। তাই ওই রায় পুনর্বিবেচনার আবেদন করবে না তারা।
উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াক্‌ফ বোর্ডের সভাপতি জাফর ফারুকী জানিয়েছেন, ওই জমির বিষয়ে নানা ধরনের মতামত পাচ্ছেন তিনি। আগামী ২৬শে নভেম্বর বোর্ডের সাধারণ সভার বৈঠকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে পাঁচ একর পৃষ্ঠা ১৭ কলাম ৪
জমি নেয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরো জানান, যদিও ১৩ই নভেম্বর ওই বৈঠকটি হওয়ার কথা ছিল, পরে সেটা স্থগিত হয়ে যায়। ২৬শে নভেম্বর যে বৈঠক হবে সেখানে এই জমি গ্রহণ করা হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। জমি নেয়ার বিষয়ে আমি বিভিন্ন মতামত পাচ্ছি। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় একমাত্র ইতিবাচক মানসিকতার মাধ্যমেই যাবতীয় নেতিবাচক বিষয়কে দূরে সরানো সম্ভব।
জাফর ফারুকি বলেন, কিছু ব্যক্তি এমন পরামর্শ দিচ্ছেন যে, বাবরি মসজিদের জন্য ওই ৫ একর জমি নেয়া উচিত নয়। তবে আমি মনে করি এই ধরনের ভাবনা আসলে নেতিবাচকতাই বাড়াবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status