খেলা

যত কীর্তি দীপক চাহারের

স্পোর্টস ডেস্ক

১১ নভেম্বর ২০১৯, সোমবার, ৩:২৪ পূর্বাহ্ন

দীপক চাহারের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ভারতের কাছে টি-টোয়েন্টি সিরিজ খোয়ালো বাংলাদেশ। মোহাম্ম নাইম ও মোহাম্মদ মিঠুনের ৯৮ রানের জুটিতে জয়ের পথে ছিল বাংলাদেশ। কিন্তু দীপক চাহারের আগুনে স্পেল ৩.২-০-৭-৬ এর কাছে পরাজিত হয় টাইগাররা। এই স্পেলে চাহার এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টির সেরা বোলিং ফিগারের মালিক। তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইনিংসে ৬ উইকেট শিকার করলো চাহার। আর বাংলাদেশের শেষ তিন উইকেট টানা তিন বলে তুলে নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২তম বোলার হিসেবে হ্যাটট্রিক শিকারি বোলার হলেন দীপক চাহার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন সেরা বোলিং ফিগার ছিল শ্রীলঙ্কান অজন্তা মেন্ডিসের। ২০১২ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ রানে ৬ উইকেট তুলে নিয়েছিলেন এই রহস্যময় বোলার। বাংলাদেশের বিপক্ষে সেই রেকর্ড ভেঙে নিজের করে নিলেন দীপক চাহার। এছাড়া যুজবেন্দ্র চাহালের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ইনিংসে ৬ উইকেট তুলে নিলেন চাহার। চাহাল ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৫ রানে ৬ উইকেট শিকার করে নিয়েছেন। পুরুষদের টি-টোয়েন্টিতে প্রথম ভারতীয় হিসেবে হ্যাটট্রিক তুলে নিলেন চাহার। চাহারের এই হ্যাটট্রিকের ফলে এই বছরে ভারতীয় বোলাররা তিন ফরম্যাটেই হ্যাটট্রিকের গৌরব অর্জন করলো। এর আগে মোহাম্মদ শামি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও যসপ্রিত বুমরাহ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে হ্যাটট্রিক তুলে নেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status