বিনোদন

এক ‘রবিবার’ই বদলে দেবে দুটি জীবন

বিনোদন ডেস্ক

১০ নভেম্বর ২০১৯, রবিবার, ১০:২৪ পূর্বাহ্ন

অসম্ভব রাগে কোনো কিছু সজোরে ছুঁড়ে ফেললেন অসীমাভ। তার এই তীব্র আক্রোশের সাক্ষী হওয়ার পরও শান্ত স্বরে সায়নী বললেন,‘তোমার অনেক হিংস্র চেহারা দেখেছি তো’। সায়নীর মুখে এ বক্তব্যই যেন স্পষ্ট করে দেয় অসীমাভের এমন ভয়ঙ্কর ঘৃণা, ক্রোধের সঙ্গে সে পরিচিত। তারপরেই আবার ভরসা, ভালোবাসার জায়গা থেকেই সায়নীর হাত চেপে ধরতে দেখা যায় অসীমাভকে। পরের দৃশ্যে দেখা যাচ্ছে প্ল্যাটফর্মে বসে রয়েছেন জয়া, ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। দূর থেকে ভেসে আসা গলায় অসীমাভকে বলতে শোনা যাচ্ছে, ‘আমি ভালো নেই সায়নী, একদম ভালো নেই।’
রোববার প্রকাশিত ‘রবিবার’ সিনেমার টিজার অসীমাভ ও সায়নীর এমনই এক অজানা প্রেম, ঘৃণা মাখানো রোববারের গল্পই বলছে। বোঝা গেল এক ‘রবিবার’ই বদলে দেবে দুটি জীবন। পরিচালক অতনু ঘোষের ছবি এটি। এর আগে অতনু ঘোষের পরিচালিত প্রসেনজিৎ ও সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ‘ময়ূরাক্ষী’ জাতীয় পুরস্কার এনে দিয়েছিল। সেরা ছবির শিরোপা জিতেছিল এই ছবি। আবার অতনু ঘোষের পরিচালনায় ‘বিনিসুতোয়’ অভিনয় করছেন জয়া। তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জয়া আহসান ‘রবিবার’ ছবির মধ্য দিয়ে জুটি বেঁধেছেন এই প্রথমবার। ছবিটি মুক্তি পাবে আগামী ২৭শে ডিসেম্বর।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status