খেলা

পাকিস্তানিদের পাচ্ছে না বিপিএল, ভারতীয়দের আনার চেষ্টা

স্পোর্টস রিপোর্টার

৯ নভেম্বর ২০১৯, শনিবার, ৩:০৫ পূর্বাহ্ন


বাংলাদেশ প্রিমিয়ার টি-টোয়েন্টি লীগ (বিপিএল) শুরু হচ্ছে ১১ই ডিসেম্বর। কিন্তু এবারের আসরে পাকিস্তানি ক্রিকেটাররা খেলবেন না বলে জানা গেছে। যারা এ টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ। বলার অপেক্ষা রাখে না, পাকিস্তানিদের অনুপস্থিতিতে অনেকটাই জৌলুশ হারাবে বিপিএল। সেটি পূরণ করতে অন্য উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতীয় ক্রিকেটারদের আনার চেষ্টা করছে বিসিবি। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এ বিষয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গে আলোচনা করবেন। এ বিষয়ে কথা বলতে আজ ভারতে গিয়েছেন তিনি। পাপন বলেন, ‘তারা তাদের খেলোয়াড়দের ভারতের বাইরে খেলার অনুমতি দেয় না। বিপিএলে কয়েকজন ভারতীয় ক্রিকেটার আনা যায় কি না এ নিয়ে কথা বলবো। আমরা যদি বিপিএলে ভারতীয় খেলোয়াড় আনতে পারি তবে সেটা টুর্নামেন্টের জন্যই ভালো হবে।’
পাকিস্তানি ক্রিকেটারকে কেন পাওয়া যাবে না। এ ব্যাপারে পাপন বলেন, ‘পাকিস্তানি ক্রিকেটাররা বিপিএলে আসতে পারবে না কারণ তখন তারা অন্য একটি টুর্নামেন্টে খেলবে। কাজেই আমাদের বাংলাদেশি, ভারতীয় ও আফগান ক্রিকেটারদের ওপর নির্ভর করতে হবে। আফগানিস্তানের কয়েকজন স্পিনার নিশ্চিত করেছেন খেলার ব্যাপারে। তবে ভালো দল গঠনের জন্য ভারতীয় ক্রিকেটার প্রয়োজন।’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের নামকরণ হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে ৮ই ডিসেম্বর বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্বের সূচি অনুসারে উদ্বোধন হওয়ার কথা ছিল ৩রা ডিসেম্বর।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status