বিনোদন

ভাওয়াইয়া গানের পথিকৃৎ’র জন্মবার্ষিকী উদ্‌যাপিত

স্টাফ রিপোর্টার

৮ নভেম্বর ২০১৯, শুক্রবার, ৮:৫৯ পূর্বাহ্ন

গেল বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের লেডিস ক্লাবে অনুষ্ঠিত হলো আব্বাসউদ্দীন সংগীত একাডেমির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী। একই আয়োজনে উপমহাদেশের ভাওয়াইয়া গানের পথিকৃৎ মরমী শিল্পী আব্বাসউদ্দীন আহমেদের ১১৮তম জন্মবার্ষিকীও উদ্‌যাপিত হয়। আব্বাসউদ্দীনের সুযোগ্য কন্যা সংগীত ব্যক্তিত্ব ও আব্বাসউদ্দীন সংগীত একাডেমির প্রিন্সিপাল ফেরদৌসী রহমানের উদ্যোগে অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোক গবেষক, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী। তিনিই অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোক সংগীতশিল্পী ও ঢাকা মিউজিক কলেজের অধ্যাপক ইন্দ্রমোহন রাজবংশী, নজরুল সংগীতশিল্পী ও সাংবাদিক সাদিয়া আফরিন মল্লিক এবং সংগীতশিল্পী লেখক, অধ্যাপক ড. নাশিদ কামাল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুস্তফা জামান আব্বাসী, ফেরদৌসী রহমান, ইন্দ্রমোহন রাজবংশী, সাদিয়া আফরিন মল্লিক, ড. নাশিদ কামাল, সংগীত পরিচালক ওস্তাদ ওমর ফারুক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার, সংগীতশিল্পী রুমানা ইসলাম, মেহরিন, দিঠি আনোয়ারসহ আরো অনেকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status