খেলা

‘টি-টোয়েন্টি ক্রিকেট লটারির মতো’

স্পোর্টস ডেস্ক

৮ নভেম্বর ২০১৯, শুক্রবার, ৮:৫৬ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার মাটিতে ২০২০ সালের অক্টোবরে শুরু হবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ আসরে ফেভারিট কারা, কোন কোন দল যেতে পারে সেমিফাইনালে? মুম্বাইয়ের একটি প্রমোশনাল ইভেন্টে সাবেক অজি তারকা অ্যাডাম গিলক্রিস্ট বলেন, ‘সম্ভবত ভারত সেমিফাইনাল ও ফাইনালে খেলবে। কে চ্যাম্পিয়ন হবে তা বলতে পারছি না। তবে আমার মনে হয় ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড অনেক দূর যাবে। সেমিফাইনাল খেলবে।’
২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তানের সম্ভাবনা নিয়ে গিলক্রিস্ট বলেন, ‘পাকিস্তান বর্তমান সময়ে টি-টোয়েন্টির সেরা দল। কাজেই তাদেরকে হিসাবের বাইরে রাখা যায় না। টি-টোয়েন্টি ক্রিকেট হলো লটারির মতো। শেষ রান ও শেষ উইকেট নেয়া অবধি কোন দল জিতবে তা বলা কঠিন।’ অস্ট্রেলিয়ার হয়ে ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপ জেতেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট। ওয়ানডেতে ৯ হাজার ৬১৯ রান ও টেস্টে ৫ হাজার ৫৭০ রান সংগ্রহ করেন এ বাঁহাতি। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status