খেলা

বার্সেলোনায় আসছেন আর্জেন্টাইন কোচ!

স্পোর্টস ডেস্ক

৮ নভেম্বর ২০১৯, শুক্রবার, ৮:৫৬ পূর্বাহ্ন

আরনেস্তো ভালভার্দে কোচ হওয়ার পর টানা দুই মৌসুমে লা লিগা জিতেছে বার্সেলোনা। তবে চ্যাম্পিয়ন্স লীগে তাদের সাফল্য অধরা। চলতি মৌসুমে তো ছন্নছাড়া বার্সা। শোনা যাচ্ছে জানুয়ারিতে ভালভার্দেকে ছাঁটাই করে নতুন কোচ নিয়োগ দিতে যাচ্ছে কাতালান ক্লাবটি। ন্যু ক্যাম্পে দেখা যেতে পারে একজন আর্জেন্টাইনকে। তিনি সাবেক আর্জেন্টাইন ফুটবলার মার্সেলো গালার্দো। বর্তমানে রিভার প্লেটের দায়িত্ব পালন করছেন তিনি। রিভার প্লেটকে ইতিমধ্যেই কোপা লিবার্তোদোরেসের ফাইনালে তুলেছেন এই কোচ। আর্জেন্টিনার হয়ে ১৯৮৬ বিশ্বকাপ জেতা ক্লদিও বোর্ঘি বলেন, ‘ডিসেম্বরেই বার্সেলোনার কোচ হবে গালার্দো। সে বিশ্বের অন্যতম সেরা কোচ। রিভার প্লেটের সভাপতি ডি’অনোফ্রিও বলেছে শুধুমাত্র নিজে থেকে বিদায় নিলেই যেতে পারবে গালার্দো। কিন্তু আমাকে এ ব্যাপারের সঙ্গে জড়িত একজন নিশ্চিত করেছে এ খবরটা।’
রিভার প্লেটের খেলা বিষয়ক পরিচালক এনজো ফ্রান্সেসকোলিও বলেন, ‘আমাদের যেকোনো সিদ্ধান্তের জন্য প্রস্তুত হতে হবে। কয়েক বছর আগে র‌্যামন ডিয়াজও বলেছিলে, সে চলে যেতে চায়। আমি অবশ্য এ নিয়ে বেশি ভাবছি না। যখন আপনাদের (মিডিয়া) সঙ্গে কথা বলি তখনই আমাকে মনে করিয়ে দিচ্ছেন। কয়েক মাস পরে কী হবে তা নিয়ে আমি ভাবতে চাই না, বিশেষ করে সিদ্ধান্ত যখন আমাকে নিতে হবে না।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status