খেলা

ঢাকায় সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ শুরু

স্পোর্টস রিপোর্টার

৮ নভেম্বর ২০১৯, শুক্রবার, ৮:৫৬ পূর্বাহ্ন

ঢাকায় আজ শুরু হচ্ছে দক্ষিণ এশিয়া অঞ্চলের কারাতে চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানের ২৪৫ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ৬০টি ক্যাটাগরিতে ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১ ও সিনিয়র বিভাগে পদকের লড়াই হবে এবার। কারাতে ফেডারেশনের সভাপতি দুর্নীতি দমন কমিশনের প্রধান ড. মো: মোজাম্মেল হক খান বলেন, খেলোয়াড়রা কিছুদিন আগে মালয়েশিয়া থেকে প্রশিক্ষণ নিয়ে ফিরেছে। এই টুর্নামেন্টের মাধ্যমে তারা অনুশীলনের মধ্যে থাকবে। এসএ গেমসে মাঠে নামার আগে এটা খেলোয়াড়দের জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে কাজ করবে। এই টুর্নামেন্টের মাধ্যমে অন্য দেশগুলো আমাদের সক্ষমতা দেখবে। জানবে বাংলাদেশে কারাতে খেলা হয়। বর্তমানে আমাদের কারাতের অবস্থান ভালো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status