বাংলারজমিন

খুলনায় বিএনপি’র জনসভায় আমীর খসরু

‘আইনি লড়াই করে বেগম জিয়াকে মুক্ত করা যাবে না’

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

৮ নভেম্বর ২০১৯, শুক্রবার, ৮:৫১ পূর্বাহ্ন

 বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আইনি লড়াই করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। কেননা যে দেশে আইনের শাসন নেই, নির্বাচিত সংসদ নেই, নির্বাচিত সরকার নেই, সে দেশে আইনি লড়াই করা যায় না। তিনি বলেন, বিশ্বের সকল গণতান্ত্রিক আন্দোলনের নেতারা আইনি লড়াই করে মুক্ত হতে পারেনি। লড়াই-সংগ্রাম করে মুক্ত হয়েছেন। তাই এই সরকারের অধীনে আইনি লড়াই করে বেগম খালেদা জিয়ার মুক্তির আশা করা যায় না। আর সেই লড়াইয়ের প্রস্তুত থাকার জন্য তিনি নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, সেই সংগ্রামে বিজয়ী হয়ে শুধু বেগম খালেদা জিয়া নয়, এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে। বৃহস্পতিবার বিকাল ৪টায় ঐতিহাসিক ৭ই নভেম্বর ও জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জনসভার প্রধান অতিথি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাবেক এমপি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির আর কেউ নেই, যে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে হলো? তার এই বক্তব্যের ৩৩ দিনের মাথায় ছাত্রলীগে ভারপ্রাপ্ত হয়েছে। তার এক সপ্তাহের মধ্যে যুবলীগে ভারপ্রাপ্ত এবং দুই দিনের মাথায় স্বেচ্ছাসেবকলীগে ভারপ্রাপ্ত হয়েছে। এদেশের মানুষ অপেক্ষা করছে শিগগিরই আওয়ামী লীগ ভারপ্রাপ্ত হবে। জনসভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। সভায় আরো বক্তৃতা করেন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা, মহানগর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্তুজা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, বিএনপি নেতা অধ্যক্ষ তারিকুল ইসলাম, মুশাররফ হোসেন, মীর কায়সেদ আলী, সাইফুর রহমান মিন্টুসহ খুলনা মহানগর ও জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status