বাংলারজমিন

‘সড়কে শৃঙ্খলা ফেরাতে সবার সহযোগিতা চাই’

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে

৮ নভেম্বর ২০১৯, শুক্রবার, ৮:৫১ পূর্বাহ্ন

মাদকের ভয়াবহতা রুখতে ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা চাইলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মো. আবদুল আলীম মাহমুদ। আরপিএমপি’র এক বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকদের সাথে নিজ সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তিনি এ সহযোগিতা চান। মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেন, রংপুরে মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬টি থানায় গত এক বছরের মোট মামলার ৫৪ ভাগই হয়েছে মাদকের মামলা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে পুলিশের পাশাপাশি সাংবাদিকদেরও এগিয়ে আসতে হবে। জনসচেতনতা ও মাদক বিরোধী আন্দোলনই মাদক নির্মূল করা সম্ভব।
 পুলিশ কমিশনার আরও বলেন, গত বছরের সেপ্টেম্বর থেকৈ ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত হওয়ায় মামলার ৫৪ ভাগ মাদক সংক্রান্ত। গত এক বছরে ৫৮৩টি মাদক মামলা হয়েছে। উদ্ধার হয়েছে ইয়াবা ট্যাবলেট, গাঁজা, হেরোইন, ফেন্সিডিলসহ বিপুল পরিমাণ চোলাই মদ। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৫৩ লাখ টাকা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status