খেলা

‘চ্যালেঞ্জ নিতে ভয় নেই’

স্পোর্টস রিপোর্টার

৭ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৮:৪৩ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি সিরিজ জিততে মাহমুদুল্লাহরা যখন রাজকোটে তৈরি হচ্ছেন। তখন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ঢাকায় নিজেদের প্রস্তুত করছেন নতুন অধিনায়ক মুমিনুল হক। টেস্ট অধিনায়ক হিসেবে  ভারত সিরিজ দিয়ে অভিষেক ঘটবে মুমিনুলের। কাজটা নিশ্চিতভাবেই ভীষণ চ্যালেঞ্জিং। কিন্তু মুমিনুল জানালেন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হলে চ্যালেঞ্জ নিতেই হবে। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে টেস্ট দলের নেতৃত্ব উঠছে মুমিনুলের হাতে। টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় দলের বিপক্ষে লড়তে হবে তাদেরই মাটিতে। মুমিনুলের নিজের জন্য তা আরো চ্যালেঞ্জিং। ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দিলেও জাতীয় দলের নেতৃত্ব ঘটনাক্রমে পেয়েছেন এবারই প্রথম। আর প্রথম চ্যালেঞ্জেই কি না ভারত সফর! তবে বিষয়টি স্বাভাবিকভাবে দেখছেন টেস্টের অন্যতম সেরা এই ক্রিকেটার। গতকাল  মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমে মুমিনুল বলেন, ‘ভারত সিরিজে চ্যালেঞ্জ আছে অনেক। আপনাকে ওই চ্যালেঞ্জ নিতে হবে। আপনি এই পর্যায়ে ক্রিকেট খেলছেন চ্যালেঞ্জ নিতেই হবে। যত দিন আপনি ক্রিকেট খেলছেন তত দিন এই চ্যালেঞ্জ আসবেই।’ সাকিব আল হাসান ও তামিম ইকবাল না থাকায় ভারত সফরে বাংলাদেশ দলের চ্যালেঞ্জটা আরো বেশি মনে করছেন বিশ্লেষকেরা। কিন্তু টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জেতায় সফরের শুরুতেই মানসিকভাবে এগিয়ে রয়েছে বাংলাদেশ। মুমিনুল মনে করেন এ সময়ে দলের জেতাটা গুরুত্বপূর্ণ ছিল। নিয়মিত অধিনায়ক সাকিব নিষিদ্ধ, পারিবারিক কারণে তামিমও দলে নেই। এ পরিস্থিতিতে ভারতের মাটিতে জয়টা মানসিকভাবে টেস্ট সিরিজেও ইতিবাচক প্রভাব রাখবে বলে মনে করেন মুমিনুল, ‘আমি মনে করি এ সময়ে জেতাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আপনারা জানেন, আমাদের কিছু ঝামেলা গিয়েছে, এ হিসেবে চিন্তা করলে আমি বলবো এমন জয় টেস্টেও বেশ কাজে দেবে। সবার মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে।’ টি-টোয়েন্টি সিরিজ শেষে ভারতের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ১৪ই নভেম্বর ইন্দোরে শুরু হবে প্রথম টেস্ট। কলকাতায় ২২শে নভেম্বর থেকে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। কলকাতার টেস্টটি হবে দিবারাত্রির গোলাপি বলে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status