অনলাইন

জাবিতে নিষেধাজ্ঞা অমান্য করে ছাত্রলীগও হলে

স্টাফ রিপোর্টার

৬ নভেম্বর ২০১৯, বুধবার, ১:৫০ পূর্বাহ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার পর প্রশাসনের নির্দেশনা অনুযায়ী হল ছাড়ছেন অনেক সাধারণ শিক্ষার্থীরা। তবে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং হল ছাড়ার সময়সীমা কয়েক দফা পরিবর্তন করে আজ সকাল ৯টায় করা হলেও আন্দোলনকারীদের পাশাপাশি হলে অবস্থান করছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
 
সরজমিন দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ১৬টি আবাসিক হলের অনেক শিক্ষার্থীরা হল ছাড়ছেন। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা হলেই অবস্থান করছেন। একইসঙ্গে হলে রয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরাও। তাদের উপস্থিতির কারণে হামলার আশঙ্কা করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আরিফ হোসেন নামে ৪৭ ব্যাচের আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, বাড়িতে যেতে বললেই যাওয়া যায় না। আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে জানি। আমার ভাইয়ের ওপর, বোনের ওপর, শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ জানাতে।

এদিকে শিক্ষার্থীরা হলে অবস্থান করলেও বন্ধ করে দেয়া হয়েছে পানির লাইন। সেইসঙ্গে হলের ডাইনিং এবং আশপাশের সকল খাবার হোটেল বন্ধ করে দিয়েছে প্রশাসন।

গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে সিন্ডিকেটের এক জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ও বিকেল সাড়ে ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়। এরপর হল ছাড়ার সময়সীমা কয়েক দফায় পরিবর্তন করা হয়। সর্বশেষ আজ সকাল সাড়ে ৯টার মধ্যে হল ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানায় প্রশাসন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status