অনলাইন

যাত্রা শুরু করলো নোবিপ্রবি‘র ক্যারিয়ার ক্লাব

স্টাফ রিপোর্টার

২২ অক্টোবর ২০১৯, মঙ্গলবার, ৫:৪৪ পূর্বাহ্ন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা নিয়ে এমন হাজারো সমস্যা সমাধান ও দক্ষতা উন্নয়নের মহৎ উদ্দেশ্যকে সামনে নিয়ে যাত্রা শুরু করলো নোবিপ্রবি ক্যারিয়ার ক্লাব। আজ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে ক্লাবের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদ, সহকারী পুলিশ কমিশনার (ডিএমপি) অহিদুজ্জামান নুর বিপিএম। এসময় সহকারী পুলিশ কমিশনার অহিদুজ্জামান নুর বলেন ‘শিক্ষার্থীরা যখন হতাশ হয়ে পড়ে আত্মবিশ্বাসহীনতায় ভোগে কিন্তু নিজের মধ্যে লুকিয়ে থাকা শক্তির জায়গাটা খোঁজে না, স্বপ্নটাকে সীমাবদ্ধ করে রাখে, গতানুগতিক চিন্তার বাইরে স্বপ্ন দেখতে ভয় পায় ক্যারিয়ার নির্ধারণেও তাই দ্বিধায় ভুগে আর ক্যারিয়ার সম্পর্কিত এই দ্বিধার চক্র থেকে বের করে আসতে পারে না তাদের জন্য অনন্য ভূমিকা রাখবে এই ক্যারিয়ার ক্লাব’। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম বলেন ‘বর্তমান সময়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। যা শুধু বইয়ের পড়াশোনায় সব সম্ভব নয়। এক্সট্রা কো-কারিকুলার অ্যাকটিভিটিস বৃদ্ধি করতে হবে। তাতেই বর্তমানের সাথে তাল মিলিয়ে যেতে পারবে। নোবিপ্রবি ক্যারিয়ার ক্লাব অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে এই প্রত্যাশা করি।’ অনুষ্ঠানের পরবর্তীতে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার নাসেরকে সভাপতি ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী হাসিব আল আমিনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি মাসরুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রতীক মজুমদার, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ নাজমুল আলম, প্রচার সম্পাদক এস জে আরাফাত, দপ্তর সম্পাদক ফাতেমা পলি ও কার্যনির্বাহী সদস্য তাহসিন তাবাসসুম অর্ভি, নাজিয়া ফারহা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status