অনলাইন

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি

২২ অক্টোবর ২০১৯, মঙ্গলবার, ১:২৪ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি সদস্য খোরশেদ আলম মিলন হত্যা মামলায় জামাল উদ্দিন ও জসিম উদ্দিন নামে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জের চরচামিতা এলাকা থেকে অতিরক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন ও চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় জসিমের দেয়া তথ্যমতে ওই এলাকার একটি নির্মাণাধীন বাড়ি থেকে বস্তাবন্দি ২টি বন্দুক, দু’টি এলজি ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মিলনকে পূর্বশত্রুতা ও পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান।  আজ মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, মিলন হত্যা মামলার রহস্য উদঘাটন করা হয়েছে। ইতিমধ্যে হত্যাকাণ্ডে জড়িত ইলিয়াছ কোবরা নামের এক আসামি নিজেদের অভ্যন্তরীণ কোন্দল ও ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে গোলাগুলিতে নিহত হয়েছেন। এ হত্যাকাণ্ডে আরও যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারের পুলিশের অভিযান চলছে।

পাশাপাশি অন্য যেসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, প্রত্যেকটি ঘটনার রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। বেশিরভাগ আসামি আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলেও দাবি করেন পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন, পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন ও চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, ২৮শে সেপ্টেম্বর রাত ৯টার দিকে একই উপজেলার আলাদাদপুর বাজারে খোরশেদ আলম মিলনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। মিলন দত্তপাড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status