অনলাইন

সাবেক স্বামীর ছোঁড়া এসিডে ঝলসে গেলো ফাতেমা ও তার মেয়ে

সাতক্ষীরা প্রতিনিধি

২২ অক্টোবর ২০১৯, মঙ্গলবার, ১২:১৮ অপরাহ্ন

সাতক্ষীরার আশাশুনিতে তালাকপ্রাপ্ত স্বামীর ছোঁড়া এসিডে সাবেক স্ত্রী ও তার কন্যা গুরুতর আহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বুধহাটা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আহত স্ত্রী উপজেলার বুধহাটা ইউনিয়নের চাপড়া গ্রামের একরামুল কাদিরের মেয়ে ফাতেমা সুলতানা (২৯) ও ফাতেমার মেয়ে জাকিয়া (২)। ফাতেমার তালাকপ্রাপ্ত স্বামী শাহজান মোড়ল নড়াইলের পঙ্কবিলা গ্রামের শওকত আলী  মোড়লের মাদকাসক্ত ছেলে।

আক্রান্ত ফাতেমা জানান, তার স্বামী মাদকাসক্ত ও নির্যাতনকারী হওয়ায় তাদের এক বছর আগে তালাক হয়। এরপর থেকে বাবার বাড়িতে থাকতেন তিনি।   সোমবার রাতে বাবার বাড়িতে অবস্থানকালে তার সাবেক স্বামী বাড়ির জানালার কাছে এসে ডাকে এবং জানালার পাশে আসার সঙ্গে সঙ্গেই এসিড ছোঁড়ে।

এতে মারাত্মক আহত হন ফাতেমা ও তার মেয়ে জাকিয়া। ফাতেমার চাচা সোহাগ হোসেন বলেন, ফাতেমার চিৎকার শুনে তার স্বামীকে ধরতে ধাওয়া করলেও তারা ব্যর্থ হন।

সাতক্ষীরা সদর হাসপাতালের ডা. ইকবাল মাহমুদ জানান, মেয়ের থেকেও মায়ের (ফাতেমা) অবস্থা খারাপ। তার মুখ, চোখ ও বুক থেকে পেটসহ শরীর বিভিন্ন অংশ এসিডে পুড়ে গেছে। জরুরি ভিত্তিতে চিকিৎসা চলছে।

আশাশুনি থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান বলেন, সোমবার রাতে ফাতেমা ও তার মেয়ের ওপর ফাতেমার তালাক প্রাপ্ত স্বামী এসিড ছোঁড়ে। এতে তারা মারাত্মক আহত হন তারা। এ খবর পেয়ে আশাশুনি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসাপাতালে পাঠানো হয়েছে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনও পর্যন্ত কোন মামলা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status