খেলা

এল ক্লাসিকো ১৮ই ডিসেম্বর তিন তারায় উজ্জ্বল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

২০ অক্টোবর ২০১৯, রবিবার, ৯:০৭ পূর্বাহ্ন

আক্রমণভাগের তিন খেলোয়াড় জ্বলে উঠলেন একসঙ্গে। তাতে এইবারের মাঠে বার্সেলোনার পারফরম্যান্সটাও হলো উজ্জ্বল। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ আর আঁতোয়ান গ্রিজম্যানের গোলে ৩-০ ব্যবধানে জিতলো কাতালান জায়ান্টরা। এতে রিয়াল মাদ্রিদকে টপকে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে টানা দুইবারের চ্যাম্পিয়নরা। ১৩তম মিনিটে লিড নেয় বার্সেলোনা। স্বদেশি ক্লেঁমে লংলের অ্যাসিস্ট থেকে লক্ষ্যভেদ করেন ফরাসি তারকা গ্রিজম্যান। ৫৮তম মিনিটে জালের দিশা পান লিওনেল মেসি। তার গোলে অ্যাসিস্ট করেন গ্রিজম্যান। আট মিনিট পর গোলের খাতার নাম লেখান সুয়ারেজ। তার গোলের কারিগর আবার মেসি। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট বার্সার। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ১৮ পয়েন্ট।
এদিকে মৌসুমের প্রথম এস ক্লাসিকোর সূচি পরিবর্তন হয়েছে। ২৬শে অক্টোবর ন্যু ক্যাম্পে ম্যাচটি খেলার কথা থাকলেও বার্সেলোনায় চলা রাজনৈতিক হাঙ্গামার কারণে ম্যাচটি পিছিয়ে দেয়া হয়েছে। নতুন সূচিতে ১৮ই ডিসেম্বর ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত হবে ম্যাচটি। রিয়াল-বার্সার দুই পক্ষের সম্মতিতেই নির্ধারিত হলো এই সূচি। ২৬শে অক্টোরের ম্যাচের টিকিট যারা কিনে ফেলেছে তাদের টাকা ফেরত দেয়ার প্রস্তাব করেছে বার্সেলোনা। এর আগে লা লিগা কর্তৃপক্ষ ম্যাচটি রিয়ালের মাঠে গিয়ে খেলার জন্য বার্সাকে অনুরোধ করেছিল। তারা বলেছিল, ফিরতি লেগ বার্সার মাঠে হবে। কিন্তু কোনো পক্ষই এই প্রস্তাবে রাজি হয়নি।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status