দেশ বিদেশ

জোর করে রাজস্ব আদায় ঠিক নয়-বাণিজ্যমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার

২০ অক্টোবর ২০১৯, রবিবার, ৮:৫২ পূর্বাহ্ন

 জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, জোর করে রাজস্ব আদায় না বাড়িয়ে দেশ এগিয়ে নিতে সবার সঙ্গে সমন্বয় করতে হবে। রাজস্বের প্রয়োজন আছে তবে সেটা লাঠিয়াল বাহিনী পাঠিয়ে নয় বলে জানান তিনি। গতকাল রাজধানীর একটি হোটেলে ‘ফসটারিং গ্লোবাল ফ্রি ট্রেড রিলেশানস’ শীর্ষক সেমিনারে মন্ত্রী এ কথা বলেন। কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার আব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিআইএস-বিসিসিআই) এ সেমিনারের আয়োজন করে। সিআইএস-বিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. হাবিবুল্লাহ ডনের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব নজিবুর রহমান।
মন্ত্রী বলেন, এখানে মুখ্যসচিব আছেন, উনার কথাটা নাও পছন্দ হতে পারে। আমি নিজেও মন্ত্রী, এ কথা বলা সাজে না তারপরও বলি রাজস্ব বাড়ানোর জন্য এনবিআর কাজ করে, ভালো কথা, এটা দরকার। তবে এ প্রক্রিয়াতে, ট্যারিফ কমিশন, শিল্প মন্ত্রণালয়সহ অন্যদের আরো বেশি মতামত নেয়া প্রয়োজন। শুধু টাকা আদায় করাটাকে চিন্তায় নিলে হবে না। আরো গভীরে ঢুকে দেখতে হবে। তিনি বলেন, ‘টাকা লাগবে বটে, তবে দেশটাকেও তো এগিয়ে নিতে হবে। বহুকাল আগে রাজা-বাদশারা যেমন লাটিয়াল বাহিনী পাঠিয়ে কৃষকদের কাছ থেকে টাকা-পয়সা তুলে আনতো, সে রকম না করে কিভাবে অর্থনীতিকে বাড়ানো যাবে সে বিষয়টাও চিন্তা করতে হবে।
রাজস্বও লাগবে তবে এটাকে ব্যালেন্স করে আদায় করতে হবে। সেখানে কাজ করতে হবে বলে আমার মনে হয়। তিনি বলেন, আমি জানি না। আমার বক্তব্যে ভুল হচ্ছে কিনা? তবে আমি একজন ব্যবসায়ী বা সাধারণ মানুষ হিসেবে মনে করি সব দিকটা বিবেচনা করে আমাদের এগুতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status