বাংলারজমিন

ব্রিজ আছে রাস্তা নেই

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

২০ অক্টোবর ২০১৯, রবিবার, ৮:১২ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২০১৬-২০১৭ অর্থবছরে ৩০ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ করা হলেও রাস্তায় মাটি ভরাট না করার কারণে ওই ব্রিজটি এলাকাবাসীর কোনো কাজেই আসছে না। ব্রিজের উপরে উঠতে হলে মই ব্যবহার করতে হয়। জানা যায়, গত ২০১৭ সালের শেষদিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলার ছয়সূতী ইউনিয়নের বড় ছয়সূতী গ্রামের টেকের বাড়ি-মোক্তলের হাটির হানিফ মাওলানার বাড়ির পেছনের রাস্তায় ৪০ ফুট লম্বা একটি ব্রিজ নির্মাণ করা হয়। মেসার্স মা এন্টারপ্রাইজ বেলাব নরসিংদী কাজটি বাস্তবায়ন করে। ব্রিজ নির্মাণের পর থেকে প্রায় দুই বছর আতিবাহিত হলেও ব্রিজের দুই পাশে প্রয়োজনীয় মাটি না থাকায় এবং নির্মিত ওই ব্রিজের রাস্তা সংস্কার না করায় নবনির্মিত এ ব্রিজটি এলাকাবাসী ব্যবহার করতে পারছেন না। ফলে ব্রিজের প্রায় ৩১ লাখ টাকা সরকারের  অপচয় হয়েছে বলে এলাকাবাসী মনে করে। ওই রাস্তার সংস্কার কাজ প্রসঙ্গে উপজেলার ছয়সূতী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মো. বাচ্চুু মিয়া বলেন, ব্রিজের কাজ শেষ হয়েছে প্রায় দুই বছর হয়েছে। এই সময়ের মধ্যে আমি একাধিকবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে এবং আমার ইউনিয়নের চেয়ারম্যানের কাছে রাস্তাটি সংস্কারের জন্য অনুরোধ করেছি। আমি তাদের বুঝিয়ে বলার চেষ্টা করেছি ২ থেকে ৩ লাখ টাকার মাটির কাজ করলে রাস্তাটি দিয়ে আমার এলাকার মানুষ ও যানবাহন চলাচল করতে পারবে। কিন্তু পিআইও সাহেব ও আমার ইউনিয়নের চেয়ারম্যান ওই রাস্তাটি সংস্কারের কোনো ব্যবস্থা করেনি।  ফলে একদিকে যেমন এলাকার মানুষ কষ্ট করছে অন্যদিকে মানুষ আমাকে নানান কথা বলছে। আমি দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। রাস্তা না হলে এত টাকা দিয়ে ব্রিজ করে কি লাভ হলো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status