বাংলারজমিন

সড়কে গাছ রেখেই উন্নয়ন কাজের সমাপ্তি

হাসান পিন্টু, লালমোহন (ভোলা) থেকে

২০ অক্টোবর ২০১৯, রবিবার, ৮:১২ পূর্বাহ্ন

ভোলার লালমোহনে সড়কের মাঝে দুইটি রেইন্ট্রি গাছ রেখেই আরসিসি ঢালাই দিয়ে সড়ক নির্মাণ কাজ শেষ করেছে উপজেলা এলজিইডি। যার ফলে সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিবন্ধকতার শিকার হচ্ছে বিভিন্ন ধরনের ছোট-বড় যানবাহন। গত জুলাই মাসে সড়কটিতে আরসিসি ঢালাই দেয়ার জন্য রডের খাঁচা তৈরি করা হয়। সে সময় বিষয়টি এলজিইডি অফিসকে জানিয়েছিল এলাকাবাসী। তারপরেও টনক নড়েনি কর্তৃপক্ষের। সড়কের মাঝে গাছ দুটি রেখেই শেষমেষ কাজ সমাপ্ত করেছে এলজিইডি। জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরে সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে লালমোহন উপজেলার ফুলবাগিচা বাজারের দক্ষিণ পাশ থেকে কর্তারহাট পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার সড়ক কার্পেটিং দ্বারা উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করে লালমোহন উপজেলা এলজিইডি। সড়কের শেষ প্রান্তে কর্তারহাট এলাকায় প্রবেশদ্বারে মোটা আকারের দু’টি রেইন্ট্রি গাছ রেখেই আরসিসি ঢালাই দিয়ে প্রকল্পের কাজ শেষ করা হয়। স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন মৌলভী, ওমর আলী ও মুনাফসহ কয়েকজন জানান, সড়কের মাঝ খানে গাছ রেখে ঢালাই দেয়ার আগে রডের খাঁচা তৈরি করা হয়। সে সময় অনেকেই গাছ দু’টি অপসারণ করার জন্য অনুরোধ করেছে। কিন্তু ঠিকাদারের লোকজন কিংবা এলজিইডি অফিসের কেউই গাছ দুটি অপসারণে ব্যবস্থা নেয়নি। এখন যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে উপজেলা এলজিইডি প্রকৌশলী এমএম আলী রেজা রাজু বলেন, গাছগুলো কাটতে গেলে চরফ্যাশন উপজেলায় একদিন বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখতে হবে, যার কারণে গাছগুলো কাটা হয়নি। এ ছাড়াও সড়ক ও জনপদ বিভাগের সঙ্গে গাছগুলোর ব্যাপারে কথা বলতে দেরি হওয়ায়ও গাছগুলো কাটা যায়নি। তবে শিগগিরই এসব গাছ অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status