প্রথম পাতা

যুবলীগের দায়িত্ব পেলে ভিসি পদ ছেড়ে দেবো

স্টাফ রিপোর্টার

১৯ অক্টোবর ২০১৯, শনিবার, ৯:০৯ পূর্বাহ্ন

যুবলীগের দায়িত্ব নিতে নিজের আগ্রহের কথা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান। এ জন্য তিনি ভিসির পদ ছাড়তেও রাজি আছেন।

একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এসব কথা বলেন ভিসি ড. মীজানুর রহমান। বৃহস্পতিবার রাত ১১টায় ওই টক শোটি প্রচারিত হয়। গতকাল দুপুর  পৌনে ১টায় নিজের ফেসবুক  পেজে ওই টক  শোর ভিডিওটি শেয়ার দেন তিনি।

অধ্যাপক মীজানুর রহমান যুবলীগের বর্তমান কমিটির প্রথম প্রেসিডিয়াম সদস্য। তবে তিনি জানিয়েছেন, ভিসি হওয়ার পর তিনি যুবলীগের  কোনো বৈঠকে যাননি। ওই টক  শোতে যুবলীগ প্রসঙ্গটি আলোচনায় আসে। এ বিষয়ে ভিসি ড. মীজানুর রহমান বলেন, ‘আমাকে যদি বলা হয়, আপনি যুবলীগের দায়িত্ব নিতে পারবেন কি না? তবে আমি সঙ্গে সঙ্গে উপাচার্য বা চাকরি  ছেড়ে  দেব এবং যুবলীগের দায়িত্ব  নেব।’ ভিসি আরও বলেন, ‘আমি উপাচার্য হওয়ার পর যুব লীগের আর  কোনো মিটিংয়ে যাই না। তবে যদি আমাকে এখনো বলা হয় যুবলীগের দায়িত্ব নিতে হবে, আমি ভাইস চ্যান্সেলরের পদ  ছেড়েই দায়িত্ব  নেব। আমাকে যদি বলা হয়, আপনি যুবলীগের দায়িত্ব নিতে পারবেন কি না? তবে আমি সঙ্গে সঙ্গে উপাচার্য বা চাকরি ছেড়ে দিয়ে যুবলীগের দায়িত্ব  নেব। কারণ, এটা এত ভালোবাসার একটি সংগঠন, আমি উপাচার্যশিপ  ছেড়ে দিতে রাজি আছি।’

সমপ্রতি যুবলীগের বিভিন্ন  নেতার বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ ক্যাসিনো ব্যবসা ও  টেন্ডারবাজির অভিযোগ ওঠে। আর এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানও চালায়। যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল  চৌধুরী সম্রাটসহ একাধিক  নেতা  গ্রেপ্তার হন। এর পর থেকে সংগঠন?টির  চেয়ারম্যান ওমর ফারুক  চৌধুরীর নামও উঠে আসে। এ ছাড়া ওমর ফারুক  চৌধুরীর বিদেশ  যেতে নিষেধাজ্ঞা ও ব্যাংক হিসাব তলব করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status