বাংলারজমিন

হাতিয়া উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল আজ

স্টাফ রিপোর্টার নোয়াখালী থেকে

১৯ অক্টোবর ২০১৯, শনিবার, ৮:৫০ পূর্বাহ্ন

বহুল প্রতীক্ষিত হাতিয়া উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল ও ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। সম্মেলন ঘিরে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বর্ণাঢ্য এ সম্মেলনে যোগ দিতে উপজেলার ১১টি ইউনিয়ন, পৌরসভার ৯ ওয়ার্ড ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নানা প্রস্তুতি নিয়েছেন। দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিতব্য সম্মেলনকে সফল করার লক্ষ্যে গতকাল সকালে সাবেক এমপি মোহাম্মদ আলীর বাসায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উক্ত সম্মেলনের বিভিন্ন বিষয় নিয়ে বিষদ আলোচনা হয় এবং সম্মেলন সফল ও সার্থক করার লক্ষ্যে বিভিন্ন রকম পরিকল্পনা ও দিক নির্দেশনা দেয়া হয়। জানা যায়, সম্মেলনের উদ্বোধন করবেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আনম সেলিম। প্রধান অতিথি থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি। বিশেষ অতিথি থাকবেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য এসএম কামাল হোসেন। প্রধান বক্তা থাকবেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি।
বিশেষ বক্তা থাকবেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক এমপি মোহাম্মদ আলী, ফরিদা খানম সাকী এমপি ও আয়েশা ফেরদাউস এমপি। হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক মো. ওয়ালী উল্লাহ্‌’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলন পরিচালনা করবেন, হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মহিউদ্দিন আহমেদ। উল্লেখ্য, সতের বছর পর হাতিয়া উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ কারণে এবারের সম্মেলন নিয়ে ব্যাপক আনন্দ-উৎসবের সৃষ্টি হয়েছে। চারদিকে সাজসাজ রব এবং পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে পুরো হাতিয়া উপজেলা। তিন বছরের জন্য কে হচ্ছেন হাতিয়া উপজেলা আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। জেলা আওয়ামী লীগের ঘোষণার পর থেকে ২ গ্রুপের মাঝে চলছে চাপা ক্ষোভ ও উত্তেজনা। একই সঙ্গে দলীয় নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে ১৯শে অক্টোবর হাতিয়া, ২০শে অক্টোবর বেগমগঞ্জ, ২৪শে অক্টোবর সূবর্ণচর, ২৬শে অক্টোবর কবিরহাট, ৩১শে অক্টোবর সদর, ১২ই নভেম্বর সোনাইমুড়ীসহ ৬ই উপজেলা সম্মেলন শেষ হবে। এ সম্মেলনকে ঘিরে বৃহত্তর নোয়াখালীর চৌমুহনী পৌর এলাকায় সম্রাট বাহিনী, পেটকাটা কসাই সুমন বাহিনী, পেনা কাটা দস্যু নিজাম বাহিনীসহ নানা ধরনের আন্ডার ওয়ার্ল্ড অস্ত্রধারী সন্ত্রাসীদের ভাড়া করে গোলযোগের অপচেষ্টা চালাচ্ছে। পদ পদবি প্রত্যাশীরা আল্টিমেটাম দিয়েছেন লাশ পড়লেও কিছু যায় আসে না পোর্ট ফলিও অর্জন করতে হবে। এ নিয়ে টানটান উত্তেজনা ও আতঙ্কের মধ্য দিয়ে বেগমগঞ্জ উপজেলাসহ বাকি ৪ উপজেলায় সম্মেলন হতে যাচ্ছে। সূত্র জানায়, বেগমগঞ্জ উপজেলা সম্মেলনকে ঘিরে দু’গ্রুপ মুখোমুখি অবস্থানে রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status