খেলা

প্রধানমন্ত্রীকে ইডেন টেস্ট দেখার আমন্ত্রণ গাঙ্গুলির

স্পোর্টস ডেস্ক

১৮ অক্টোবর ২০১৯, শুক্রবার, ৯:১৪ পূর্বাহ্ন

আগামী ২২শে নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে ভারতের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। এই ম্যাচটি দেখার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। কলকাতার জনপ্রিয় দৈনিক ‘আনন্দবাজার’ পত্রিকা জানিয়েছে এই খবর।
আনন্দবাজার জানিয়েছে বিসিসিআইয়ের নতুন প্রেসিডেন্ট সৌরভ ইতোমধ্যেই শেখ হাসিনার কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর দফতর থেকে আমন্ত্রণ গ্রহণ করে অবশ্য এখনো কোনো উত্তর দেয়নি। তবে কলকাতার পত্রিকাটি আশাবাদী গাঙ্গুলির দাওয়াত অবশ্যই রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে ইডেন গার্ডেনে শেখ হাসিনার সঙ্গে ভারতের পক্ষ থেকে কে থাকবেন- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়? তা নিয়ে জল্পনা শুরু হয়েছে দেশটিতে। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শেখ হাসিনার সঙ্গে খেলা দেখতে মোদীকেও আমন্ত্রণপত্র পাঠিয়েছেন গাঙ্গুলি। আর ভারতের কয়েকটি সংবাদসূত্র বলছে, এ সব ক্ষেত্রে ‘প্রোটোকল’ হচ্ছে, যখন অন্য দেশের প্রধানমন্ত্রী আসেন, তখন দেশের প্রধানমন্ত্রীর অফিস (পিএমও) থেকেই ঠিক করা হয়, কারা আসবেন। সেই অনুমতি পাওয়ার পরেই অতিথিদের তালিকা তৈরি হয়।
ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বাংলাদেশি ক্রিকেট ভক্তদের কাছেও অনেক জনপ্রিয়। টেস্টে অধিনায়ক হিসেবে ঢাকাতে তার অভিযান শুরু হয়েছিল। গাঙ্গুলি বিসিসিআইয়ের সভাপতি হওয়ার বিষয়টিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিবাচক হিসেবে দেখছে। নতুন সভাপতির কাছে বাড়তি কিছু প্রত্যাশা করছে বিসিবি। যদিও গাঙ্গুলি মাত্র ১০ মাস দায়িত্বে থাকবেন। এই অল্প সময়ে বাংলাদেশের ক্রিকেটে কতটুকু দিতে পারেন গাঙ্গুলি সেটিই দেখার বিষয়।
ভারত সফরে বাংলাদেশ ৩টি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৩রা নভেম্বর। বাকি দুটি ম্যাচ হবে ৭ ও ১০ই নভেম্বর। ১৪ই নভেম্বর ইন্দোরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ইডেন গার্ডেনে দ্বিতীয় টেস্টে নামবে প্রতিবেশী দুই দেশ। ভারতের মাটিতে এর আগে মাত্র একটি টেস্ট খেলেছিল বাংলাদেশ। ২০১৭ সালে হায়দরাবাদে অনুষ্ঠিত ওই টেস্টে বড় ব্যবধানে হেরেছিল টাইগাররা। ম্যাচে বাংলাদেশের বড় প্রাপ্তি মুশফিকুর রহীমের সেঞ্চুরি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status