দেশ বিদেশ

মার্কেন্টাইলের ১৪১ কোটি টাকা আত্মসাৎ, দুইজনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার

১৮ অক্টোবর ২০১৯, শুক্রবার, ৯:০৩ পূর্বাহ্ন

জালিয়াতি করে ঋণ নিয়ে ১৪১ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সাবেক শাখা ব্যবস্থাপক ও শিপ ব্রেকিং কোম্পানির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ সংস্থাটির সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেন। মামলার আসামিরা হলেন- মিশব্যাক শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজের মালিক মোহাম্মদ মিজানুর রহমান ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সাবেক ইভিপি ও চট্টগ্রামের আগ্রাবাদ শাখার সাবেক ব্যবস্থাপক নন্দ দুলাল ভট্টাচার্য্য। দুদক জানায়, আসামিরা যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ঋণ অনুমোদনের আগেই ঋণপত্র খুলে মর্টগেজ সম্পত্তির বেশি মূল্য দেখিয়ে ঋণ নিয়ে ১৪১ কোটি ১৩ লাখ ২ হাজার টাকা আত্মসাৎ করেছেন। আসামির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। দুদক সূত্র জানায়, মিজানুর রহমান ২০১২ সালে মার্কেন্টাইল ব্যাংকের আগ্রাবাদ শাখায় ঋণপত্রের মাধ্যমে জাহাজ আমদানি করেন। কিন্তু এরপর ব্যাংকের শাখা ব্যবস্থাপক নন্দদুলাল ভট্টাচার্যের যোগসাজশে সে ঋণ আর পরিশোধ করেননি। পরে সেই টাকা বিদেশে পাচার করা হয়। ২০১৬ সালে এই অনিয়মের অনুসন্ধানে নামে দুদক। এ জন্য তিন সদস্যের তদন্ত দলও গঠন করা হয়। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক জালাল উদ্দিনের নেতৃত্বে সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী এবং উপসহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম অনুসন্ধান শেষে প্রতিবেদন জমা দেন। সেই প্রতিবেদনের ভিত্তিতে এই মামলা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status