দেশ বিদেশ

১৫ই ডিসেম্বরের পর অবৈধ ডিটিএইচ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা

স্টাফ রিপোর্টার

১৮ অক্টোবর ২০১৯, শুক্রবার, ৯:০৩ পূর্বাহ্ন

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আগামী ১৫ই ডিসেম্বরের মধ্যে সব অবৈধ ডিটিএইচ সংযোগ সরিয়ে নিতে হবে। ইতিমধ্যে সরকার এ নির্দেশ জারি করেছে। নির্ধারিত সময়ের পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হবে। অভিযানে অবৈধ সংযোগ পেলেই জেল জরিমানা করা হবে। গতকাল রাজধানীর সচিবালয়ে এক মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। ‘দেশে টেলিভিশনের ক্যাবল নেটওয়ার্ক ডিজিটাল পদ্ধতির আওতায় আনার’ লক্ষ্যে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, অবৈধ ডিটিএইচের মাধ্যমে বছরে ৭০০ থেকে ৮০০ কোটি টাকা হুন্ডি হয়ে চলে যাচ্ছে। কয়েক লাখ অবৈধ সংযোগ রয়েছে। অথচ কোনো বিদেশি কোম্পানিকে ডিটিএইচ সেবা প্রদানের অনুমতি সরকার দেয়নি। দেশের দুটি কোম্পানিকে ডিটিএইচ লাইসেন্স দেয়া হয়েছে। কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে বিদেশি ডিটিএইচ ব্যবহার করা হচ্ছে যেগুলো সম্পূর্ণ অবৈধ। তথ্যমন্ত্রী আরো বলেন, এখন থেকে সেন্সর হয়ে তারপর ডাবিং করা সিরিয়াল চালাতে হবে। এসবের জন্য শিগগিরই কমিটি গঠন করা হবে। এছাড়া বিদেশি শিল্পী দিয়ে দেশীয় বিজ্ঞাপন নির্মাণ করা হলে উচ্চ কর দিতে হবে এবং এজন্য একটি নীতিমালা তৈরি করা হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status