বিনোদন

নিরাপত্তা বাড়ছে এফডিসির

কামরুজ্জামান মিলু

১৮ অক্টোবর ২০১৯, শুক্রবার, ৮:১৪ পূর্বাহ্ন

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ভেতরে চলচ্চিত্রসংশ্লিষ্ট বেশ কয়েকটি সংগঠন বা সমিতির কার্যালয় রয়েছে। এরমধ্যে একটি হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আগামী ২৫শে অক্টোবর এই সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এরইমধ্যে নির্বাচনকে ঘিরে কয়েকটি নেতিবাচক ঘটনা ঘটেছে এফডিসিতে। এ ছাড়া প্রতিদিনই এখানে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চলছে মিছিল, মিটিং। শত শত অভিনয়শিল্পী যোগ দিচ্ছেন এসব কর্মকাণ্ডে। পাশাপাশি বিভিন্ন কাজে পরিচালক, প্রযোজক বা অভিনয়শিল্পীদের অতিথিরা বিভিন্ন কাজে এফডিসিতে দিন-রাত যাওয়া আসা করেন। তাই নিরাপত্তা বাড়ানো হচ্ছে এফডিসির। এ বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম বলেন, এফডিসির ভেতরে যেহেতু নির্বাচন হবে তাই নির্বাচনকে ঘিরে কোনো নৈরাজ্যকর ঘটনা বা অন্য কোনো অস্থিতিশীল পরিবেশ যেন তৈরি না হয় সেদিকে লক্ষ্য থাকবে। নিরাপত্তা জোরদার করার জন্য সহযোগিতা থাকবে আমাদের। ইতিমধ্যে নিরাপত্তাসংশ্লিষ্ট জায়গাগুলোতে নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্টদের অফিসিয়াল চিঠি দেয়া হয়েছে। এমনকি তাদেরকে ফোন করে এবং সামনাসামনি ডেকেও বলে দেয়া হয়েছে। আশা করছি, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন নির্বাচন কেন্দ্রিক নিরাপত্তার বিষয়ে বলেন, রাত ১০টার পর নির্বাচনী প্রচারণার জন্য এফডিসিতে কেউ মিছিল করতে পারবেন না। নির্বাচন সুন্দর করার জন্য সকলের সহযোগিতা জরুরি। যেমন, ভোট গণনার সময় স্বচ্ছতা বজায় রাখার জন্য একটা ক্যামেরা থাকবে। যাতে প্রার্থীরা কোনো টেনশন না করে। ভোট গণনার সময় প্রার্থীরা বাইরে থেকে তা দেখতে পাবেন। এদিকে, কিছুদিন আগে পুরো  এফডিসিতে বেশকিছু সিসি ক্যামেরা বসানো হয়েছে। গত বুধবার সন্ধ্যায় এফডিসিতে তেজগাঁও শিল্পাঞ্চল  থানার দুই পুলিশ কর্মকর্তাকে অবস্থান করতে দেখা যায়। এ সময় হাফিজ নামে এক পুলিশ কর্মকর্তা জানান, সামনে শিল্পী সমিতির নির্বাচন। ভোটের এই সময়কালে বাইরে থেকে এসে অন্য কেউ যেন কোনো অঘটন ঘটাতে না পারে সেদিকে লক্ষ্য রাখছি আমরা। তবে কোনো বহিরাগতকে এখন পর্যন্ত দেখা যায়নি। এবারের শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগরের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একাই লড়ছেন চিত্রনায়িকা মৌসুমী। আর সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ইলিয়াস কোবরা। মিশা-জায়েদ খানের প্যানেলের বাইরে অন্যান্য পদেও কিছু স্বতন্ত্র প্রার্থী রয়েছে এবার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status