বিনোদন

এশিয়ান চলচ্চিত্র উৎসবে ‘হাসিনা: এ ডটারস টেল’

স্টাফ রিপোর্টার

১৭ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, ৫:০৩ পূর্বাহ্ন

এশিয়াভিত্তিক সংগঠন ‘কাসা এশিয়া’র আয়োজনে স্পেনে অনুষ্ঠিত হচ্ছে ‘৭ম এশিয়ান ফিল্ম  ফেস্টিভ্যাল-২০১৯।’ এ উৎসবে এবারই প্রথম ছয়টি দেশের তথ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। আর সেখানেই প্রদর্শিত হচ্ছে ‘হাসিনা: এ ডটারস টেল’। জানা যায়, গত ১৪ই অক্টোবর মাদ্রিদের ‘বি দ্য ট্রাভেল ব্র্যান্ড এক্সপেরিয়েন্স’র হলরুমে সন্ধ্যা ৭টায় ‘হাসিনা: এ ডটারস টেল’ প্রথমবারের মতো প্রদর্শিত হয়। তথ্যচিত্রটি দেখতে হলরুমে উপস্থিত হন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার, বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব তাহসিনা আফরিন শারমিন, কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদসহ আরও অনেকে। এ সময় স্পেনের স্থানীয় দর্শকরাও উপস্থিত ছিলেন। ‘হাসিনা: এ ডটারস টেল’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন। প্রযোজক হচ্ছেন রাদওয়ান মুজিব সিদ্দিক ও নসরুল হামিদ বিপু। পরিচালনা করেছেন অ্যাপল বক্স ফিল্মসের পিপলু খান। উল্লেখ্য, ‘হাসিনা: এ ডটারস টেল’-এর দ্বিতীয় প্রদর্শনী ১৬ই অক্টোবর সন্ধ্যা ৭টায় ওই একই হলরুমে অনুষ্ঠিত হয়। এছাড়া তৃতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামী ৩ই নভেম্বর। স্পেনে এশিয়া অঞ্চলের  দেশগুলোকে নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘কাসা এশিয়া’র এবারের এ উৎসবে ৩০ অক্টোবর থেকে ১০ই নভেম্বর পর্যন্ত ১২ দিনব্যাপী মূল চলচ্চিত্র উৎসব এবং অফ ফেস্টিভ্যাল হিসেবে ৪  থেকে ৩১ শে অক্টোবর পর্যন্ত বিভিন্ন দেশের ডকুমেন্টারি ছবি দেখানো হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status