বিশ্বজমিন

বলাৎকারের অভিযোগে অ্যাঙ্গলিকান ডিনের জেল

মানবজমিন ডেস্ক

১৭ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, ১:১৮ পূর্বাহ্ন

এক বালককে বলাৎকারের অভিযোগে অস্ট্রেলিয়ার নিউক্যাসেলে জেল হয়েছে সাবেক অ্যাঙ্গলিকান ডিন গ্রায়েম লরেন্সের (৭৭)। অভিযোগ আছে তিনি ১৯৯১ সালে ১৫ বছর বয়সী এক বালককে বলাৎকার করেছিলেন। শিশুদের ওপর যৌন নির্যাতনের অভিযোগে ক্যাথলিক কার্ডিনাল জর্জ পেলের পর তিনিই অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ সিনিয়র ধর্মীয় ব্যক্তিদের মধ্যে দ্বিতীয়, যার বিরুদ্ধে এমন সাজা দেয়া হলো। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, নিউ সাউথ ওয়েলস শহরে অ্যাঙ্গলিকান ডিন হিসেবে লরেন্স ওই বালককে তার বাসায় নিতে প্রলুব্ধ করতেন এবং সেখানে তাকে বলাৎকার করতেন। তবে লরেন্সের দাবি, ভিকটিমের সঙ্গে কখনো তার সাক্ষাত হয় নি। তার এ যুক্তিকে প্রত্যাখ্যান করেছে আদালত। বিচারক টিম গার্টেলম্যান তার বিরুদ্ধে এ অপরাধে সর্বোচ্চ আট বছরের জেল দিয়েছেন। সাড়ে চার বছর পরে তিনি প্যারোল সুবিধা পেতে পারেন। বিচারক বলেছেন, ভিকটিম ও তার মা লরেন্সকে খুব বেশি বিশ্বাস করতেন। কারণ, তিনি একজন ধর্মীয় ডিন। অভিযোগে বলা হয়েছে, নিউক্যাসেলের ক্রাইস্টচার্চ ক্যাথেড্রালে একটি কনসার্টের পর ওই বালককে নিজের বাসায় আমন্ত্রণ জানান লরেন্স। সেখানে যাওয়ার পর তিনি ওই বালককে জোরপূর্বক বলাৎকার করেন।
লরেন্স ২০০৮ সাল পর্যন্ত ২৪ বছর ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ সালে বলাৎকারের অভিযোগ আলোর মুখ দেখার পর তাকে অ্যাঙ্গলিকান চার্চ থেকে প্রত্যাহার করা হয়। এর আগে কার্ডিনাল জর্জ পেল’কে একই রকম অভিযোগে মার্চে ৬ বছরের জেল দেয়া হয়। ১৯৯০ এর দশকে দুটি বালককে যৌন নির্যাতনের দায়ে তিনি অভিযুক্ত হন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status