বাংলারজমিন

টঙ্গী প্রেস ক্লাবে সন্ত্রাসী হামলা, ভাঙচুর, আহত ১

স্টাফ রিপোর্টার, টঙ্গী থেকে

১৭ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, ৮:০০ পূর্বাহ্ন

টঙ্গী প্রেস ক্লাবে হামলা চালিয়ে ভাঙচুর করেছে একদল সন্ত্রাসী। এতে সাধারণ সদস্যদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সন্ত্রাসীদের হামলায় জাহাঙ্গীর আকন্দ নামে এক সাংবাদিক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এঘটনায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতারা এঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। আহত সাংবাদিক জাহাঙ্গীর আকন্দ বলেন, দুপুর আড়াইটার দিকে আজিজুল হক ও এম. আর নাসিরসহ একদল সন্ত্রাসী অতর্কিতে প্রেস ক্লাবে হামলা চালায়। এসময় তারা প্রেস ক্লাবের সভাপতি এম, এ হায়দার সরকার ও সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবালকে হত্যা করার জন্য খুঁজতে থাকে। পরে তাদেরকে না পেয়ে সন্ত্রাসীরা ক্লাবে ব্যাপক ভাঙচুর শুরু করে। এসময় সাংবাদিক জাহাঙ্গীর আকন্দ বাধা দিলে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং তাদের হাতে থাকা লোহার রড ও লাঠি দিয়ে আঘাত করে। এতে তার হাতের আঙ্গুল ভেঙ্গে যায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন। এসময় তার সাথে থাকা একটি মোবাইল সেট ও সাড়ে আট হাজার টাকা লুট করে নিয়ে যায়। এব্যাপারে টঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এম. এ হায়দার সরকার বলেন, ওই সন্ত্রাসী চক্রটি বেশ কিছু দিন যাবত আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তারা ক্লাবে আমাকে না পেয়ে সাংবাদিক জাহাঙ্গীর আকন্দকে পিটিয়ে আহত করেছে এবং ক্লাবের মূল্যবান সম্পদ ভাংচুর করেছে। এ বিষয়ে টঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. কালিমুল্লাহ ইকবাল বলেন, ক্লাবের কোষাধ্যক্ষ থাকাকালে ব্যাপক দুর্নীতির মাধ্যমে টঙ্গী প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম.আর নাসির প্রায় চার লাখ টাকা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় সম্প্রতি কমিটির নির্বাহী পদসহ সাধারণ সদস্য পদ থেকেও এম. আর নাসিরকে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনার জেরে বেশকিছু দিন যাবত সে সভাপতিসহ আমাকে নানাভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status