দেশ বিদেশ

বেরোবিতে শুদ্ধি অভিযানের আহ্বান বঙ্গবন্ধু পরিষদের

বেরোবি প্রতিনিধি

১৬ অক্টোবর ২০১৯, বুধবার, ৯:১৮ পূর্বাহ্ন

 সম্প্রতি চলমান দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে র‌্যালি ও সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ। গতকাল বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ২নং গেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পার্কের মোড় সংলগ্ন ২নং গেটে এসে সমাবেশের রূপ নেয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া একাত্মতা প্রকাশ করেন। বঙ্গবন্ধু পরিষদের কার্যকরী সদস্য আসাদুজ্জামান মণ্ডল আসাদের সঞ্চালনায় এবং কমলেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন তারিকুল ইসলাম, খাইরুল কবির সুমন, সাব্বির আহমেদ চৌধুরী, আসাদ মণ্ডল, জাহাঙ্গীর আলম নীরব প্রমুখ। সমাবেশে বক্তারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শুদ্ধি অভিযানের আহ্বান জানিয়ে বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যে দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান চালাচ্ছেন তাকে আমরা স্বাগত জানাই। আমরা চাই দেশের গুরুত্বপূর্ণ সেক্টরের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোতেও যেন এই অভিযান পরিচালনা করা হয়। বর্তমানে কিছু উপাচার্য সরকারের ভাবমূর্তি নষ্টে উঠেপড়ে লেগেছে। তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা গ্রহণ না করলে তারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে সরকারের সুনাম নষ্ট করে ছাড়বে। তারা আরো বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও শুদ্ধি অভিযান প্রয়োজন। আমাদের উপাচার্য বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকেন না এটি আমাদের খারাপ লাগে। তিনি (উপাচার্য) শুদ্ধি অভিযানে যদি শুদ্ধ হয়ে যান তাহলে ভালো। আর তা না-হলে তিনি যদি তার স্বৈরাচারী আচরণ করেন তাহলে তাকে বিদায় করে দিন। এ ধরনের লোকের জন্য আমরা দলের (আওয়ামী লীগের) ভাবমূর্তি নষ্ট করতে চাই না। উত্তরাঞ্চলের মানুষের আন্দোলনের ফসল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। একে নিয়ে আমরা কাউকে ছেলেখেলা করতে দিবো না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status