খেলা

বুলগেরিয়ান ফুটবল প্রধানকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্পোর্টস রিপোর্টার

১৬ অক্টোবর ২০১৯, বুধবার, ৯:০২ পূর্বাহ্ন

ইউরো  বাছাইপর্বে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ‘বর্ণবাদী’ ইস্যুতে দায়িত্ব খোয়ালেন বুলগেরিয়া ফুটবল ইউনিয়নের প্রধান বরিস্লাভ মিহাইলোভ। বুলগেরিয়ান পুটবল সংস্থার প্রধানকে গতকাল পদত্যাগ করতে নির্দেশ দেন দেশটির  প্রধানমন্ত্রী বয়কো বরিসভ।
সোমবার বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় বুলগেরিয়া-ইংল্যান্ড ম্যাচে গ্যালারিতে নাজি স্যালুটের সঙ্গে বর্ণবাদী ধ্বণিতে সরব ছিল স্বাগতিক দর্শকরা। আর ব্রিটিশ সরকারের তরফ থেকে উয়েফাকে এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে চিঠি দেয়ার পর প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘ফুটবলে এমন আচরণের কোনো স্থান থাকতে পারে না।’
এদিকে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বরিসভ দর্শকদের উগ্র আচরণ নিয়ে বলেন, ‘বুলগেরিয়া বিশ্বের সবচেয়ে সহনশীল দেশের একটি। তাদের কাছে বিদেশাতঙ্ক  (জেনোফোবিয়া) ও বর্ণবিদ্বেষমূলক আচরণ অনাকাঙ্খিত। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। দলের এমন লজ্জাজনক হারের জন্য ফুটবল ইউনিয়নের প্রধান মিহাইলোভকে পদত্যাগ করতে বলেছি।’ আর বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর পদক্ষেপের প্রশংসা করে ইংল্যান্ডের তারকা ফুটবলার রহিম স্টারলিং টুইটার বার্তায় লেখেন, ‘দারুণ সিদ্ধান্ত, মিঃ বরিসভ প্রশংসার দাবিদার।’


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status