বাংলারজমিন

উপজেলা, পৌর ও ইউপি নির্বাচন

১৬ অক্টোবর ২০১৯, বুধবার, ৮:৫০ পূর্বাহ্ন

শেরপুর নৌকা
শেরপুর প্রতিনিধি: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এ অনুষ্ঠিত শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ৮২ হাজার ৯২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ ধানের শীষ প্রতীকে ৫১ হাজার ২১৭ ভোট পেয়েছেন।
কবিরহাটে নৌকা
স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে: নোয়াখালীর কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী কামরুন নাহার শিউলি। এ নিয়ে তৃতীয় বারের মতো তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন। তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৯১ হাজার ৯৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলাবক্স তাহের টিটু আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৫শ’ ২০ ভোট, স্বতন্ত্র প্রার্থী খাদেমা আক্তার দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১৩১৯ ভোট।
সাতকানিয়ায় মোতালেব
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের সকল পদে আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করেছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে তিনি ৬৩ হাজার ৫৭৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল গফফার চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯৮৪ ভোট।
নাইক্ষ্যংছড়িতে ২টিতে নৌকা ও ১টিতে বিদ্রোহী
বান্দরবান প্রতিনিধি: নাইক্ষ্যংছড়ি উপজেলার তিনটি ইউনিযন পরিষদ নির্বাচনে ২টিতে নৌকা ও একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন। গত সোমবার রাতে রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেছেন। এরা হলেন- ঘুমধুমে আওয়ামী লীগ প্রার্থী একেএম জাহাঙ্গীর আজিজ সোনাইছড়িতে নৌকার প্রার্থী এ্যানিং মার্মা ও নাইক্ষ্যংছড়ি সদরে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা নুরুল আবসার ইমন।
মিরপুরে আওয়ামী লীগের বিদ্রোহী
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদ।
নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী মাহবুবুল হক শেরীন আনারস প্রতীকে ৫৪৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের দলীয় প্রার্থী মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির নৌকা প্রতীকে ৩৪০৮ ভোট পান।
নবীনগরে আওয়ামী লীগ
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট শিব শংকর দাস জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৬ হাজার ৭২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী মোবাইল প্রতীকের মো. মাঈন উদ্দিন পেয়েছেন ৪২২০ ভোট। ৩৭৫১ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বশির আহমেদ সরকার (কম্পিউটার)। আর বিএনপি প্রার্থী হাজী শাহাবুদ্দিন পেয়েছেন ২১৬৮ ভোট।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status