বাংলারজমিন

বিশ্বনাথে তরুণী আত্মহত্যার নেপথ্যে গণধর্ষণ

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

১৬ অক্টোবর ২০১৯, বুধবার, ৮:০১ পূর্বাহ্ন

আত্মহত্যার ৩ দিন অতিবাহিত হওয়ার পর জানা গেল বোনের বাড়িতে গণধর্ষণের শিকার হয় হতদরিদ্র পরিবারের এক যুবতী। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের লালটেক গ্রামের শুকুর আলীর মেয়ে পপি বেগম (২১)। গত ৯ই অক্টোবর বুধবার দিবাগত রাতে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী চেরাগী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ওই তরুণী গণধর্ষণের শিকার হন। সেখানে ১৫ দিন অবস্থান করার কথা থাকলেও পরদিন বৃহস্পতিবার সকাল ১১টার সময় দুলাভাই ফয়জুর রহমানকে নিয়ে নিজবাড়িতে চলে আসেন পপি বেগম। বাড়িতে নিজ শয়নকক্ষে তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। জোহরের নামাজের জন্য মা তাকে ডাক দিতে গিয়ে দেখতে পান পপি বেগম গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু মৃত্যুর পূর্বে মা জোৎসনা বেগমকে (৪৫) বিষয়টি খুলেও বলেন বলে তিনি জানান। মানসম্মানের ভয়ে মা জোৎসনা বেগম কাউকে বিষয়টি বলেননি। ময়নাতদন্ত শেষে পরদিন শুক্রবার তাকে দাফনও করা হয়। এমনকি পপির পিতা শুকুর আলী বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলাও করেছেন। বিশ্বনাথ থানায় অপমৃত্যু মামলা নং-(৩১)। আর আত্মহত্যার ৩ দিন পর মা জোৎসনা বেগম তার ভ্যানেটি ব্যাগে একটি চিরকুট পান। ওই চিরকুটে লেখা ছিল বুধবার রাতে দক্ষিণ সুরমার তেতলী চেরাগী গ্রামে বোনের বাড়ি থেকে পপিকে উঠিয়ে নিয়ে যায় একই গ্রামের জাহাঙ্গীর আলম নামের এক যুবক ও তার সহযোগীরা। রাতভর ধর্ষণের পর বৃহস্পতিবার ভোরে বোনের বাড়িতে আবার রেখে যায় ধর্ষকরা। সকালে বাড়ি ফিরেই নিজ বসতঘরে আত্মহত্যা করেন। ওই অপমৃত্যু মামলার পর ১৪ই অক্টোবর সোমবার বিশ্বনাথ থানায় একটি গণধর্ষণ মামলাও করে তার পিতা শুকুর আলী। মামলা নং-(৫)। আর এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সোমবার বিকালে পপির বড় বোনের জামাই তেতলী চেরাগী গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে ফয়জুর রহমানকে (২৬) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল দুপুরে তাকে সিলেট কোর্টে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে থানার ওসি শামীম মূসা জানান। তবে সোমবার দিবাগত রাতে পপির দুলাভাইয়ের টলি (ট্রাক্টর) চালক একই গ্রামের সমছু মিয়ার ছেলে আব্দুল মালেকের (২২) ছোটভাই ছালেক আহমদ (১৮) ও তেতলী বাজারের নৈশপ্রহরী খালিক মিয়াকে (৪৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status