বাংলারজমিন

বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিকদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, যশোর থেকে

১৬ অক্টোবর ২০১৯, বুধবার, ৮:০০ পূর্বাহ্ন

কার্গো হ্যান্ডলিং কাজের বর্তমান টেন্ডার স্থগিত করে নতুন টেন্ডার আহ্বান ও মজুরি বৃদ্ধির দাবিতে গতকাল যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ও বেনাপোল স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন।  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন খলিলুর রহমান, জিয়াউর রহমান, বাবু সরদার প্রমুখ। লিখিত বক্তব্যে বলা হয়, অনেক বছর যাবৎ বেনাপোল স্থল বন্দরের শ্রমিকরা সুষ্ঠুভাবে কার্গো লোড-আনলোডের কাজ করে আসছে। কিন্তু ঠিকাদাররা খুব কম মজুরি প্রদান করে। নিম্ন মজুরি হওয়ায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা মোতাবেক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা করার দাবি জানান তারা। এ ছাড়াও শ্রমিকরা মালামাল ওঠানো-নামানোর সময় আহত হন। এ সময় তাদের দ্রুত সুচিকিৎসার জন্য একটি হাসপাতাল প্রতিষ্ঠার দাবি ও  বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ আগামী ২৭শে অক্টোবর বেনাপোল কার্গো হ্যান্ডলিং কাজের জন্য টেন্ডার আহ্বান করেছে।
তার প্রাক্কলিত দর ভোমরা, তামাবিল এবং নাকুগাঁও স্থল বন্দরের তুলনায় অনেক কম। এ কারণে বৈষম্যমূলক বর্তমান টেন্ডারটি স্থগিত করে প্রাক্কলিত দর বৃদ্ধি করে টেন্ডার আহ্বানের দাবি জানান শ্রমিক নেতৃবৃন্দ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status