বাংলারজমিন

বেনাপোলে নয় মাসে ৭৭ কোটি টাকার সোনা ও মাদক জব্দ

বেনাপোল প্রতিনিধি

১৬ অক্টোবর ২০১৯, বুধবার, ৮:০০ পূর্বাহ্ন

 বেনাপোলের বিভিন্ন সীমান্ত থেকে ৭৭ কোটি টাকার সোনা, রুপা, মার্কিন ডলার ও মাদক দ্রব্য আটক করেছে ৪৯ বিজিবি সদস্যরা। মঙ্গলবার দুপুরে সীমান্ত সুরক্ষা ও নিরাপওা ব্যবস্থা জোরদার করতে মাদক, অস্ত্র ও নারী-শিশু পাচার প্রতিরোধে বিজিবি’র সঙ্গে স্থানীয় সংবাদকর্মীদের মতবিনিময় সভা এ তথ্য জানান, ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল সেলিম রেজা। গত নয় মাসে আটক মালামালের মধ্যে রয়েছে ১২ কেজি সেনা, ৫ কেজি রুপা, ৩ লাখ ৬৫ হাজার মার্কিন ডলার, ৬১ লাখ রুপী, ৫৩ লাখ টাকা, ২৫ হাজার ভায়াগ্রা, ৭শ’ পিস ইয়াবা, ২২ হাজার পিচ ফেনসিডিল, ৯শ’ বোতল বিদেশী মদ ও ৩৪০ কেজি গাজা। এ সময় ২৮০ জনের বিরদ্ধে মামলা করা হয়েছে।  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা দিয়েছেন বিজিবি অধিনায়ক। বেনাপোল বিজিবি কোম্পানি হেড কোয়ার্টারে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় চোরাচালান প্রতিরোধের ওপর বক্তব্য রাখেন মেজর নজরুল ইসলাম, প্রেস ক্লাব বেনাপোলের সভাপতি মহসিন মিলন, সহ-সভাপতি বকুল মাহবুব, সাধারণ সম্পাদক রাশেদুর রহমান রাসু।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status