বাংলারজমিন

পাকুন্দিয়ায় সেমিনার

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

১৬ অক্টোবর ২০১৯, বুধবার, ৮:০০ পূর্বাহ্ন

 কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উচ্চ শিক্ষায় উদ্বুদ্ধকরণ, নির্র্দেশনামূলক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব পাকুন্দিয়া (ডুসাপ)-এর উদ্যোগে গতকাল সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়া মহিলা অনার্স কলেজ মিলনায়তনে উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান। পাকুন্দিয়া মহিলা অনার্স কলেজের সভাপতি মো. জসীম উদ্‌দীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. জমির মো. হাসিবুস সাত্তার, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দীন ও পাকুন্দিয়া মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক। সেমিনার শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে পাকুন্দিয়া মহিলা অনার্স কলেজের শিক্ষক-শিক্ষিকা, ডুসাপের সভাপতি কাওসার আহমেদ মিলন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ সাধারণ সদস্যবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status