দেশ বিদেশ

৮ উপজেলা, ২ পৌরসভা ও ১৪ ইউপিতে নির্বাচন বান্দরবানে সহিংসতা, বিজিবির গুলিতে নিহত ২

বাংলারজমিন ডেস্ক

১৫ অক্টোবর ২০১৯, মঙ্গলবার, ৯:০৩ পূর্বাহ্ন

 দেশের ৮টি উপজেলা, ২টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলে এই ভোটগ্রহণ। তবে গতকালের উপজেলা ও ইউপি নির্বাচনেও ভোটার উপস্থিতি ছিল খুবই নগন্য। বেশ কয়েকটি স্থানে সহিংসতা, কেন্দ্রদখল, অনিয়ম, ইভিএম বিড়ম্বনা ও ভোটবর্জনের ঘটনা ঘটেছে। বান্দরবানে ঘুমধুম ইউপিতে কেন্দ্র দখল নিয়ে আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবির গুলিতে ২ জন নিহত হয়। এদিকে সুনামগঞ্জের জগন্নাথপুরে আওয়ামী লীগ প্রার্থী ও ঝিনাইদহের কোটচাঁদপুরে বিএনপির প্রার্থী ভোট বর্জন করেন। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও ভোলার লালমোহনে ইভিএমে যান্ত্রিক ত্রুটির কারণে ভোট দিতে গিয়ে বিড়ম্বনার মুখে পড়েন ভোটাররা।
বান্দরবানে নিহত ২
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি জানান, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদ নির্বাচনে জালভোট দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিজিবির গুলিতে ২ জন নিহত হয়েছে। নিহত হলো- মংকিসা তঞ্চঙ্গা (৪৫) ও অংচাই মং তংচঙ্গ্যা (৫৫) । সোমবার বিকাল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফাত্রাঝিরি ভোটকেন্দ্রে জালভোট দেয়াকে কেন্দ্র করে মেম্বার প্রার্থী আজমত আলী ও বাবুল কান্তি তংচঙ্গ্যার সমর্থকদের মধ্যে কেন্দ্রের সামনে বাকবিতণ্ডা ও মারামারি হয়। এসময় পরিস্থিতি সামাল দিতে গিয়ে কেন্দ্রের পাশে নিয়োজিত বিজিবির সদস্যরা গুলি ছুড়ে। এসময় বাবুল কান্তি তংচঙ্গ্যার সমর্থক মংকিসা তঞ্চঙ্গা (৪৫) নিহত হয়। একই ঘটনায় আহত হয়েছে অংচাই মং তংচঙ্গ্যা (৫৫) । ঘটনার পরপর আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় বিজিবির একটি দল। তবে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নবীনগর ইভিএমে ভোটে বিড়ম্বনা
ব্রাহ্মণবাড়িয়া/নবীনগর প্রতিনিধি জানান, ভোটার প্রচুর। কিন্তু ভোট গ্রহণের গতি ধীর। এ কারণে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা নির্বাচনে ভোটারদের বিড়ম্বনায় পড়তে হয়। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। শুরু থেকেই ভোটারদের দীর্ঘ সারি চোখে পড়ে বিভিন্ন কেন্দ্রে। এই প্রথম ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিয়েছেন এই পৌরসভার ভোটাররা। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলছেন সেকারণে ভোটারদের ভোট দিতে সময় লেগেছে। এদিকে ভোট চলাকালে বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণ মেশিনে ত্রুটির কারণে বিলম্ব হয় ভোট গ্রহণে। এছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয় এই পৌরসভায়। নির্বাচনে মেয়র পদে ১১ জন, সাধারণ কাউন্সিলর পদে ৬০ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।
লালমোহন পৌরসভা নির্বাচনে ইভিএম বিড়ম্বনা
লালমোহন (ভোলা) প্রতিনিধি জানান, লালমোহন পৌরসভার নির্বাচনে ইভিএম বিড়ম্বনার কারণে ভোট দিতে পারেননি একটি ওয়ার্ডের অনেক ভোটার। টেকনিক্যাল সমস্যার কারণে কারো আঙ্গুলের ছাপ গ্রহণ করেনি ইভিএম মেশিন। কারো ছবি প্রদর্শন হয়নি। এছাড়া স্মার্ট কার্ড প্রবেশ করালে তাও কাজ করেনি। এ অবস্থায় ভোট দিতে না পেরে অনেক ভোটার বাড়ি চলে গেছে। ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনজু পাটোয়ারী নিজেই এ সমস্যার কারণে ভোট দিতে পারেননি বলে তিনি জানিয়েছেন। ভোট দিতে পারেননি বলে জানিয়েছেন ওই ওয়ার্ডের কামরুল ইসলাম, রিমা বেগম, নুর মহিউদ্দিন, সামছুল আলম, মোতালেব, আবুল কালামসহ অনেকে। প্রায় ১ ঘণ্টা ওই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ থাকে। তবে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আলাউদ্দিন আল মামুন জানান, কিছু কিছু কেন্দ্রে ইভিএম মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। টেকনিক্যাল বিশেষজ্ঞ গিয়ে দ্রুত তা ঠিক করে দিয়েছে। এতে নির্বাচনে কোন প্রভাব পরেনি।
এদিকে নির্বাচনের ভোট কেন্দ্রে অবৈধভাবে মোটরসাইকেল নিয়ে অবৈধভাবে চলাচল করায় ৪ জনকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে তাদের লালমোহন থানায় হস্তান্তর করা হয়। তথ্য নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়সার হোসেন ও খালেদা খাতুন রেখা। তবে কোথাও কোন সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
কোটচাঁদপুরে বিএনপি চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন বর্জন
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, অনিয়মের অভিযোগ এনে কোটচাঁদপুর উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী আঃ রাজ্জাক ভোট বর্জন করেছেন। গতকাল থানা বিএনপি অফিসে সংবাদ সম্মেলন ডেকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, নির্বাচনের আগের দিন আমার প্রধান নির্বাচনী এজেন্টকে গ্রেপ্তার করে ভোটারদের মনে ভীতি সঞ্চার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণের প্রতিশ্রুতি দেয়া হলেও তা রক্ষা করা হয়নি। ভোট গ্রহণের দিন শুরু থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভোটারদের ভোট কেন্দ্রে আসতে পথে পথে বাঁধা দেয়। কেন্দ্র থেকে আমার লোকদেরও বের করে দেয়া হয়েছে। এ অবস্থায় নির্বাচন থেকে সরে দাঁড়ানো ছাড়া আমার কোন পথ নেই বলে তিনি জানান। উল্লেখ্য, এবারই প্রথম উপজেলা নির্বাচন শতভাগ ইভিএম-এর মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে।
মিরপুর আওয়ামী লীগ প্রার্থীর ভোট বর্জন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের জগন্নাথপুরের মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচন বয়কট করেছেন। গতকাল সোমবার বিকেল চারটার দিকে তিনি স্থানীয় গণমাধ্যমে কর্মীদের নিকট তাঁর মিরপুর গ্রামের বাসভবনে বয়কট ঘোষণা দেন। তিনি বলেন, মিরপুর ইউনিয়নের মিরপুর হাইস্কুল ও বাউরকাপন ভোট কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী মাহবুবুল হক শেরীনের লোকজন প্রশাসনের সহযোগিতায় জাল ভোট প্রদান সহ ব্যাপক ভোট কারচুপি করেন। তাই নির্বাচন বয়কট করছি। এবিষয়টি লিখিতভাবে প্রশাসনকে জানানোর প্রস্তুুতি চলছে। এদিকে বিকেল সাড়ে তিনটার দিকে মিরপুর হাইস্কুল কেন্দ্রে নৌকার সমর্থক ও বিদ্রোহী প্রার্থী মাহবুবুল হক শেরীনের আনাসর প্রতীক সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে এ সময় পুলিশ দুই পক্ষের লোকজনকে সরিয়ে দেয়। এছাড়া দুপুরের দিকে জামেয়া লহরি ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যের ওপর অতর্কিতভাবে আনহার মিয়া নামে যুবক হামলা চালায়। সে নৌকার সমর্থক বলে জানা গেছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার জাহান সাথী ওই যুবককে ২০ হাজার টাকা অর্থদণ্ড করে মুচলেকা আদায় করে তাকে ছেড়ে দেয়া হয়।



 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status