দেশ বিদেশ

ঢাবি’র খ-ইউনিটে উত্তীর্ণ ২৩ দশমিক ৭২ শতাংশ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

১৪ অক্টোবর ২০১৯, সোমবার, ৯:১৫ পূর্বাহ্ন

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ-ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গতকাল দুপুরে ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। খ-ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক রহমত উল্লাহ এ সময় তার সঙ্গে ছিলেন। এ বছর খ ইউনিটে উত্তীর্ণ হয়েছেন ২৩ দশমিক ৭২ শতাংশ পরীক্ষার্থী। ভর্তির যোগ্য বিবেচিত ১০ হাজার ১৮৮ জনের মধ্যে শেষ পর্যন্ত দুই হাজার ৩৭৮ জন শিক্ষার্থী খ-ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগগুলোতে লেখাপড়া করার সুযোগ পাবেন। ৪৫ হাজার ১৮ জন খ-ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার জন্য আবেদন করলেও শেষ পর্যন্ত গত ২১ সেপ্টেম্বর পরীক্ষা দেন ৪২ হাজার ৯৫৪ জন। শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে ভর্তি পরীক্ষার ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে। নতুন নিয়মে ৭৫ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নের সঙ্গে ৪৫ নম্বরের প্রশ্নের লিখিত উত্তর দিতে হয়েছে পরীক্ষার্থীদের। ৯০ মিনিটের পরীক্ষায় নৈর্ব্যক্তিকের জন্য ৫০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪০ মিনিট সময় পেয়েছেন তারা। যোগ্য বিবেচিতদের মধ্যে মেধাক্রম অনুসারে ১ থেকে ৬ হাজারতম শিক্ষার্থী ১৬ অক্টোবর বিকেল ৫টা থেকে ৩১ অক্টোবর বিকেল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে বিষয়ের পছন্দক্রম পূরণ করতে পারবেন। কোটায় আবেদনকারীদের ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবরের মধ্যে কলা অনুষদের ডিন অফিস থেকে ফরম সংগ্রহ করে পূরণ করে তা জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে এই সময়ের মধ্যে ডিন বরাবর আবেদন করা যাবে। এছাড়া অন্যান্য তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট দেখতে বলা হয়েছে।


 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status