খেলা

তাসকিনকে যে পরামর্শ দিয়েছেন ফিজিও

স্পোর্টস রিপোর্টার

১১ অক্টোবর ২০১৯, শুক্রবার, ৯:১১ পূর্বাহ্ন

২০১৭-তে শেষ ওয়ানডে ও টেস্ট খেলেছেন তাসকিন আহমেদ। তার পর থেকেই মাঠের বাইরে তিনি। প্রথমে ফর্মের কারণে বাদ পড়েন, এরপর ইনজুরির শিকার। দীর্ঘ অপেক্ষার পর গেল বিপিএলে মাঠে ফিরেছিলেন ২৪ বছর বয়সী এই পেসার। কিন্তু সিলেট সিক্সার্সের হয়ে খেলার সময় ফের চোটে পড়েন। অথচ সেবারই সুযোগ ছিল জাতীয় দলে ফেরার। নিউজিল্যান্ড সফরে দলে ডাক পেয়েছিলেন তিনি। এরপর ইংল্যান্ড বিশ্বকাপের আগে মাঠে ফিরতে আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু পুরোপুরি ফিট না হওয়াতে দলে জায়গা হয়নি। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে একমাত্র টেস্টে দলে থাকলেও মাঠে নামা হয়নি তাসকিনের। তার চেয়ে বড় বিষয় অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন তিনি। এবার সাইড স্ট্রেনে পড়ে ফের ছিটকে যান মাঠের বাইরে। দুই সপ্তাহ বিশ্রাম শেষে রিহ্যাব শুরু করেন। দুদিন আগে অনুশীলনে হাতে বলও তুলে নিয়েছেন। তার সরাসরি দেখভাল করছেন জাতীয় দলের নয়া ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। ক্যারিয়ারের শুরু থেকেই নানা ইনজুরিতে আক্রান্ত হয়েছেন এই পেসার। যে কারণে আন্তর্জাতিক ক্যারিয়ার গতিহীন হয়েছে এই গতি তারকার। কেন বার বার তার এমন ইনজুরি! নয়া ফিজিও কি পরার্শ দিয়েছেন তাকে? তাসকিন বলেন, ‘জুলিয়ানই আমাকে সরাসরি দেখছে। তার পরামর্শেই কাজ করছি। ও বলেছে দ্রুতই মাঠে ফিরতে পারবো। হ্যাঁ, ইনজুরি নিয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। এর মধ্যে অন্যতম তিনি আমাকে স্ট্রেন্থ বাড়াতে বলেছেন। মাংসপেশী যেন শক্ত থাকে সেই পরামর্শ দিয়েছেন।’
বুধবার ৩ ওভার বল করেন তাসকিন আহমেদ। গতকাল করেছেন ৫ ওভার। ধীরে ধীরে ওভার বাড়াতে থাকবেন। তার আশা চলতি জাতীয় ক্রিকেট লীগের দ্বিতীয় না হলেও তৃতীয় রাউন্ডেই মাঠে ফিরবেন বল হাতে। তিনি বলেন, ‘আমার ফিজিওর সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন দ্বিতীয় বা তৃতীয় রাউন্ড থেকে মাঠে ফিরতে পারবো। আমিও চাই দ্রুত যেন মাঠে ফিরতে পারি। তবে কোনো ঝুঁকি নিতে চাই না। আমি চাই ফিজিওর পরামর্শ অনুসারে নিজেকে ফিট করে তুলতে।’ আগের তুলনায় এখন বেশ ভালো আছেন বলে জানালেন এই পেসার। তিনি বলেন, ‘আমি এবার সাইড স্ট্রেনে ভুগছিলাম। এখন আগের তুলনায় বেশ ভালো আছি। বল করতে পরছি, তবে পুরো দমে শুরু করিনি। প্রথম দিন তিন ওভার বল করেছি। আজ (গতকাল) করলাম ৫ ওভার, কাল আরো বাড়াবো।’
জাতীয় ক্রিকেট লীগ শেষ হওয়ার আগেই ভারতে বাংলাদেশ দল যাবে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে। মূলত সেই কারণেই তাসকিন চাইছেন জাতীয় লীগে খেলে নিজেকে ফিট প্রমাণ করতে। তবে টি-টোয়েন্টি দলে জায়গা পাবেন কিনা তা নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়। টেস্ট সিরিজ যেহেতু পরে শুরু হবে, আপাতত সেই দিকেই চোখ তার। তাসকিন বলেন, ‘জাতীয় দলে ফিরতে কে না চায়। আমিও মুখিয়ে আছি। কিন্তু ইনজুরির কারণে ভাগ্য সহায় হচ্ছে না। তাই ফিজিও জুলিয়ান যেভাবে বলছে বা কাজ দিয়েছে তা করে যাচ্ছি। আশা করি পূর্ণ শক্তি নিয়েই মাঠে ফিরতে পারবো। সে অবশ্য বড় কোনো পরিবর্তন নিয়ে কথা বলেনি। শুধু বলেছে কিছু কিছু জায়গাতে শক্তি বা সক্ষমতা বাড়ানোর জন্য। সেভাবেই কাজ করছি। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status