এক্সক্লুসিভ

আবরার হত্যা জড়িতদের বিচারের আওতায় আনা হবে

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে

১১ অক্টোবর ২০১৯, শুক্রবার, ৭:৫৩ পূর্বাহ্ন

নোয়াখালীতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক বলেছেন, সকল আদালত ভবনকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। ক্যামেরাগুলো মনিটরিং করা হবে। আবরার হত্যা মামলার অভিযোগপত্র দেয়ার পর সিদ্ধান্ত নেয়া হবে, দ্রুত বিচারে নেয়া হবে কিনা। তিনি আরো বলেন, আবরার হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক তারা যে সংগঠনের হোক না কেন তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। আনিসুল হক বলেন, আবরার হত্যাকাণ্ডের তদন্ত শেষে যাদের নাম বেরিয়ে আসবে তাদের সকলকে আইনের আওতায় আনা হবে। সে যে দলেরই হোক। আমরা আশা করি, তদন্তে অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হবে। অভিযোগপত্র পাওয়ার পর কোন আদালতে বিচার হবে তা তখনই সিদ্ধান্ত নেয়া হবে। তিনি গতকাল নোয়াখালীতে নব নির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। নোয়াখালী জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা খানম, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার, যুগ্ম সচিব ও ভবন নির্মাণের প্রকল্প সমন্বয়ক বিকাশ সরকার কুমার সাহা, গণপূর্ত বিভাগের চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলে উদ্দিন আহমেদ, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. বশির আহমেদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উৎপল চৌধুরী, বার লাইব্রেরির সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়া, সাধারণ সম্পাদক আজিজুল হক বকশী, বারের সকল আইনজীবী, রাজনৈক ব্যক্তিবর্গ ও সুধীজন। এর আগে মন্ত্রী আদালত ভবনের সামনে ফিতা কেটে পায়রা ও বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।



 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status