বিশ্বজমিন

গ্রেটার সঙ্গে দেখা করতে চান কিম কারদাশিয়ান

মানবজমিন ডেস্ক

১০ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, ৭:৪৩ পূর্বাহ্ন

আলোচিত সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থানবার্গের ভ’য়সী প্রশংসা করেছেন মার্কিন টেলিভিশন তারকা ও মডেল কিম কারদাশিয়ান। মঙ্গলবার তিনি গ্রেটাকে একজন সাহসী ও অসাধারণ তর”ণী হিসেবে আখ্যা দিয়ে নিজেও জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ৩৮ বছর বয়সী জনপ্রিয় ওই মডেল আরো বলেন, আমি গ্রেটার সঙ্গে নৈশভোজে অংশ নিতে ইচ্ছুক। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে জাতিসংঘে বিশ্বনেতাদের পরিবেশ নিয়ে উদাসীনতার বির”দ্ধে কথা বলে বিশ্বব্যাপী আলোচনায় আসে গ্রেটা থানবার্গ। এ নিয়ে আরমেনিয়া সফরকালে রয়টার্সকে দেয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কিম কারদাশিয়ান বলেন, গ্রেটা অসাধারণ একটি মেয়ে। আমাদের যেমন সাহসী ও সৎ মানুষ দরকার তেমনই একজন গ্রেটা। তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তন একটি গুরুতর সমস্যা। আমি তাই গ্রেটার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে চাই এবং তার ধারণা ও চিন্তাকে বিশ্বব্যাপী ছড়াতে সাহায্য করতে চাই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status