খেলা

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সাকিবকে তিনে নামিয়ে দিলেন জাদেজা

স্পোর্টস ডেস্ক

৯ অক্টোবর ২০১৯, বুধবার, ৯:৩১ পূর্বাহ্ন

আইসিসি টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানকে তিনে নামিয়ে দিলেন রবীন্দ্র জাদেজা। ইনজুরির কারণে গত বছর লম্বা সময় মাঠের বাইরে ছিলেন সাকিব। চলতি বছরের নিউজিল্যান্ড সফরেও খেলেননি। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে সাকিবের পারফরম্যান্স আশানুরূপ ছিলো না। আর গত সপ্তাহে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বল হাতে দারুণ সাফল্য পান ভারতের রবীন্দ্র জাদেজা। দুই ইনিংস মিলিয়ে ৭০ রান ৬ উইকেট নেয়ার পর টেস্ট অলরাউন্ডার র?্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি। তার বর্তমান রেটিং পয়েন্ট ৩৯৮। তিনে নেমে যাওয়া সাকিবের রেটিং ৩৯৭। আর ৪৭২ রেটিং নিয়ে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের পেস অলরাউন্ডার জেসন হোল্ডার। সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ২০৩ রানের বড় ব্যবধানে হারানোর পর র?্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন ভারতের অন্য খেলোয়াড়রাও। ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি হাকানো রোহিত শর্মা ৩৬ ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছেন। এছাড়া ডাবল সেঞ্চুরিয়ান মায়াঙ্ক আগারওয়াল উঠেছেন ক্যারিয়ার সেরা ২৫তম স্থানে। দক্ষিণ আফ্রিকার পক্ষে সেঞ্চুরি করা কুইন্টন ডি কক ৪ ধাপ এগিয়ে ৭ নম্বরে উঠে এসেছেন। আরেক সেঞ্চুরিয়ান বাঁহাতি ওপেনার ডিন এলগার ৫ ধাপ এগিয়ে অবস্থান করছেন ১৪ নম্বরে। তবে অবনতি হয়েছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। ২০১৮ সালের জানুয়ারির পর প্রথমবারের মতো ৯০০ রেটিংয়ের নিচে চলে এসেছে কোহলি। শীর্ষে থাকা স্টিভেন স্মিথের চেয়ে ৩৮ কম কোহলির। আর দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নেয়া ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ১৪ থেকে ১০-এ অবস্থান করছেন। আর অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status