বাংলারজমিন

আজ মধ্যরাত থেকে ইলিশ ধরা নিষিদ্ধ

চাঁদপুর প্রতিনিধি

৯ অক্টোবর ২০১৯, বুধবার, ৮:১৫ পূর্বাহ্ন

মা ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে  মঙ্গলবার মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত ১শ’ কিলোমিটার নদী উপকূলীয় এলাকা ৯ থেকে ৩০শে অক্টোবর ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। চাঁদপুর জেলা মৎস্য বিভাগ জানিয়েছে, সরকার ঘোষিত ২২ দিনের এই অভয়াশ্রম কর্মসূচি বাস্তবায়নে জেলা টাস্কফোর্স তৎপর রয়েছে। নিষেধাজ্ঞার সময়ে কোনো জেলে নদীতে নামতে পারবে না। আইন অমান্যকারীকে মৎস্য আইনে সাজা প্রদান করা হবে। জাতীয় সম্পদ ইলিশ উৎপাদন বৃদ্ধি ও মা ইলিশ রক্ষায় জেলা টাস্কফোর্সের উদ্যোগে চাঁদপুর সদর, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও হাইমচর উপজেলার জেলে পল্লী, মৎস্য ব্যবসাকেন্দ্রসহ পাড়া মহল্লায় ইলিশ আহরণ থেকে বিরত থাকার জন্য জেলেদের মাঝে সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status