বাংলারজমিন

‘প্রধানমন্ত্রী লুটপাটের রাজনীতি চলতে দেবেন না’

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

৯ অক্টোবর ২০১৯, বুধবার, ৮:০৭ পূর্বাহ্ন

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, দলের কর্মীরা যেভাবে রায় দিবে সেভাবেই দল চলবে। সাংগঠনিক রীতিনীতি মেনেই দল চলবে। আওয়ামী লীগের ত্যাগী কর্মীরাই দলের প্রাণ। ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটিতে ত্যাগী ও সৎ নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। আমার স্ত্রী বা আমার কোনো ভাইকে এনে দলের কিছু বানাব না। আমার পরিবারের কোনো সদস্যকে প্রশাসন ও দলে আধিপত্য বিস্তার করতে দেইনি। লুটপাট আর মানুষের ওপর খবরদারি এই রাজনীতি আর চলতে দিবে না প্রধানমন্ত্রী। অনেক বড় বড় সম্রাট গ্রেপ্তার হয়েছে। সব অপরাধীকে শাস্তির আওতায় আসতে হবে। তিনি মঙ্গলবার মাধবপুর উপজেলা আওয়ামী লীগের কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানের সময় এ কথাগুলো বলেন। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুর নূরের সভাপতিত্বে ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় কর্মিসভায় বক্তব্য রাখেন
সহসভাপতি রহম আলী, আবদুর রাজ্জাক, জাহেদ খান, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, আলাউদ্দিন, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, যুবলীগ নেতা সাব্বির হাসান, চেয়ারম্যান আরিফুর রহমান, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, মহিলা আওয়ামী লীগের সভাপতি রোকেয়া বেগম প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status